Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র-কানাডায় ১৮-১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বরবাদ’

যুক্তরাষ্ট্র-কানাডায় ১৮-১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বরবাদ’ ছবি: সংগৃহীত
বাংলাদেশের চলচ্চিত্র জগতের নাম্বার ওয়ান হিরো, মেগাস্টার ও সুপারস্টার শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ ছবি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। কানাডার অটোয়া, মন্ট্রিল ও টরেন্টোতে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে আমেরিকার যেসব স্টেটে বাংলাদেশি আছেন, সেখানে একাধিক হলে সিনেমাটি মুক্তি পাবে। নিউইয়র্ক সিটির ৩-৪টি হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। ছবিটি বাংলাদেশেও চলছে। ঈদুল ফিতরে এই ছবি মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এখন সারা দেশে মহাসমারোহে চলছে। সিনেমাটি মুক্তি দেওয়া উপলক্ষে সুপারস্টার শাকিব খানের যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনা আছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি কত দিনের জন্য এখানে আসবেন। শাকিব খান যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা ও গ্রিনকার্ডধারী অভিবাসী।
এদিকে যুক্তরাষ্ট্রে এই ছবিটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের এসকে ফিল্ম ইউএসএস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটি শাকিব খানের বাংলাদেশের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের নামে করা হলেও যুক্তরাষ্ট্রে আলাদা কোম্পানি করা হয়েছে। এই ইভেন্টে সহায়তা করছে গ্যালাক্সি মিডিয়া। গ্যালাক্সি মিডিয়া বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ও সাফল্য দেখাতে পেরেছে। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আজকাল।
গ্যালাক্সি মিডিয়ার সিইও বদরুদ্দোজা সাগর বলেন, এই ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি দেওয়ার জন্য নিয়ে এসেছে শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্ম ইউএসএ প্রেজেন্ট। আমরা এই ছবি নিয়ে আসার জন্য সহায়তা করেছি। সিনেমাটি বাংলাদেশে চলছে। এখন যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য আনা হয়েছে। আমরা আশা করছি, সিনেমাটি বাংলাদেশের মতোই ভালো চলবে। দর্শকদের বলব, আপনি পুরো পরিবার নিয়ে আসুন এবং সিনেমাটি দেখুন। দেশীয় সংস্কৃতির প্রসারের জন্য দর্শকেরা অবদান রাখতে পারেন। এ দেশের দর্শক যত বেশি সিনেমা দেখবেন, বাংলা সিনেমা তত বেশি এ দেশে নিয়ে আসা হবে।
তিনি বলেন, এর আগে আমি বায়োস্কোপের রাজ হামিদের সঙ্গে বাংলাদেশ থেকে সিনেমা এনে এখানে পরিবেশনার ব্যাপারে কাজ করেছি। এবার করছি শাকিব খান ও বরবাদ সিনেমার পরিচালক ও প্রযোজকদের সঙ্গে। তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটিতে অনেক হল বন্ধ হয়ে গেছে। এ কারণে লং আইল্যান্ড, কিউ গার্ডেন্স, এস্টোরিয়াসহ কয়েকটি হলে সিনেমাটি দেওয়া হবে। আশা করি, দর্শকরা সিনেমাটি দেখতে আসবেন। এটি অত্যন্ত বিগ বাজেটের ছবি।

কমেন্ট বক্স