Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শোক দিবসে অফিসার্স ক্লাবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’

শোক দিবসে অফিসার্স ক্লাবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির ৩৬তম প্রদর্শনী হবে বলে জানিয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়। 

জাতীয় শোক দিবসে ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবের মঞ্চে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির ৩৬তম প্রদর্শনী হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়।


শোক দিবসে অফিসার্স ক্লাবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা এ নাটকের উপজীব্য। নাটকটি লিখেছেন আনন জামান; মঞ্চে নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।

শোকের মাস অগাস্টে এ নাটকের কয়েকটি প্রদর্শনী হচ্ছে জানিয়ে মহাকাল ‘নাট্য সম্প্রদায়’র প্রধান মীর জাহিদ হাসান বলেছেন, গত ১২ অগাস্ট মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটির প্রদর্শনী শুরু হয়।

এছাড়া মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আগামী শনিবার সন্ধ্যায় এই নাটকের ৩৭তম প্রদর্শনী হবে। এরপরে নাটকটির ৩৮তম প্রদর্শনী হবে ২৫ অগাস্ট পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে।

‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকে অভিনয় করছেন ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, শিবলী সরকার, রিফাত হোসেন জুয়েল, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, কোনাল আলী চৈতি সাথী, কানিজ ফাতেমা লিসা, কাজী তারিফ, স্বপ্নিল, তাজুল রনি, ইব্রাহিম রিও, রেদোয়ান হোসেন, নূর আকতার মায়া, সোহেল আহমেদ, রাকিব হাসান, মিজান শান্ত, ইকবাল চৌধুরী, ইজেল, রাজীব দেব ও মীর জাহিদ হাসান।
শোক দিবসে অফিসার্স ক্লাবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’
মঞ্চ, আলো, পোশাক ও আবহসংগীত পরিকল্পনা করেছেন আশিক রহমান লিয়ন। এ্যানিমেশন ও আবহসঙ্গীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক। কোরিওগ্রাফী করেছেন আমিনুল আশরাফ। পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাসে, আর রূপসজ্জায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স