Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অনুশীলনে চোট পেলেন মেসি

অনুশীলনে চোট পেলেন মেসি
মেজর লীগ সকারে (এমএলএস) টানা ১১ ম্যাচ জয়হীন ইন্টার মিয়ামি। লিওনেল মেসি যোগ দেয়ার আগে সবশেষ জয়টি এসেছিল ৬ ম্যাচ আগে। আর্জেন্টাইন সুপারস্টারের আগমনে বদলে গেছে মিয়ামির দৃশ্যপট। টানা ৫ জয়ে উঠে গেছে লীগস কাপের সেমিফাইনালে। শিরোপার স্বপ্ন বুনা ইন্টার মিয়ামির জন্য বড় দুঃসংবাদ হতে পারে মেসির চোট। অনুশীলনে পা মচকে গিয়েছে বিশ্বকাপজয়ী তারকার!

আগামীকাল লীগস কাপ সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিল মেসিরা। সেখানে ‘ক্লোজ কোয়ার্টার পাসিং ড্রিল’-এর সময় পা মচকে যায় মিয়ামি অধিনায়কের। আঘাত পাওয়ার পর অনেকটা সাবধানে বাঁ পা ফেলতে দেখা যায় মেসিকে। যদিও পরে তিনি আবার পাসিং ড্রিল করেন।

লিওনেল মেসির এই চোটকে গুরুতর কিছু মনে করছেন না মিয়ামি কোচ টাটা মার্টিনো।

ঘটনার সময় মাঠে না থাকলেও পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়তো। এখন যেহেতু এ নিয়ে কারো মন খারাপট নেই, ধরেই নেয়া যায় কিছুই হয়নি।’ মার্টিনো মেসির চোটের বিষয়টি উড়িয়ে দিলেও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনেক গণমাধ্যমই মেসির পা মচকানোর খবর দিয়েছে। 

মেসি শেষ পর্যন্ত খেলতে না পারলে ইন্টার মিয়ামির জন্য বড় দুঃসংবাদই হবে। আর্জেন্টাইন সুপারস্টারের একক নৈপুণ্যেই যে লীগস কাপের সেমিফাইনালে পৌঁছেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। মিয়ামির হয়ে নিজের পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেন ১টি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স