Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আবারও ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

আবারও ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত সংগৃহীত
ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করা হয়েছে।
৭ এপ্রিল (সোমবার) রাতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এ তথ্য জানিয়েছেন।
নেতৃদ্বয় বিবৃতিতে জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, তা গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা আর্ও বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।
 
উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স