Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহত্যা

পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহত্যা ছবি সংগৃহীত
ঋতুস্রাব বা পিরিয়ডের কারণে নবরাত্রি পালন না করতে পেরে ভারতে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ঝাঁসির ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রি ও দেবী দুর্গার পূজার পরিকল্পনা করেছিলেন। নবরাত্রির ৯০ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বামী মুকেশ সোনিকে দিয়ে পূজার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রও আনিয়ে নেন তিনি।

ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও শস্য—সবকিছু নিয়ে পূজা করতে প্রস্তুত ছিলেন প্রিয়াংশা। কিন্তু নবরাত্রির প্রথম দিন গত ৩০ মার্চ ঋতুস্রাব শুরু হয় তার। এক বছর ধরে এদিনের অপেক্ষায় থাকা প্রিয়াংশা কষ্টে ভেঙে পড়েন।

প্রিয়াংশার স্বামী মুকেশ সোনি বলেন, ‘প্রিয়াংশা এক বছর ধরে নবরাত্রির জন্য অপেক্ষা করছিল। এখন যখন সবকিছু গুছিয়ে নিল, সে সময় ঋতুস্রাবের কারণে পূজা বা উপবাস করা সম্ভব হলো না। এ নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে সবকিছু করা যাবে। তাকে বোঝালেও সে বুঝতে চায়নি। তার হয়ে আমি সব পূজা-অর্চনা করে দিতে চেয়েছিলাম, তা-ও সে মন খারাপ করে ছিল।’

মুকেশ কাজের জন্য বের হলে প্রিয়াংশা আবার কান্নাকাটি শুরু করেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন মুকেশ। পরে বুঝিয়ে শান্ত করে আবার কর্মক্ষেত্রে গেলে সে সময় প্রিয়াংশা বিষপান করেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

মুকেশ বলেন, ‘সে বলছিল, আমি ভুল করেছি।’

অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মুকেশ সোনি বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রিয়াংশার বমি শুরু হয়। পিঠে ব্যথা হচ্ছে বলতে থাকে। ভেবেছিলাম পিরিয়ডের কারণে। হাসপাতালে নিয়ে গেলাম। পরদিন দুপুরেও ভালো ছিল। দেড়টার কিছু সময় পর তার জন্য জুস নিয়ে এসে দেখি, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এর ১৫-২০ মিনিটের মধ্যে সে মারা যায়।’

প্রিয়াংশা-মুকেশ দম্পতির ৩ বছর বয়সী ও ২ বছর বয়সী দুটি কন্যাশিশু রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স