দূরের বন্ধু কাছে এসো,
যে দূরত্ব দৌরাত্ম্য দিয়ে বাড়িয়েছি
আজ খুশির নির্মল আনন্দে যেন
পাশাপাশির মাহাত্ম্যকে খুঁজে পাই।
আকাশে উদিত নতুন চাঁদ,
ঈদ মোবারক তোমাকেও,
এসো আরো কাছাকাছি
মহা মিলনের মোলাকাতে,
লুণ্ঠনে নয় বণ্টনে হোক
আজকের কোলাকুলি।
ঈদ মোবারক! ঈদ মোবারক!!
-নিউইয়র্ক