Thikana News
০৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

গাজার মাটিতে ঈদ

গাজার মাটিতে ঈদ
এখানে ঈদের চাঁদের আলো হারিয়ে যায়,
মৃত্যুর ভয়াল ছায়া সকল আনন্দ গিলে খায়।
বারুদ-পোড়া কালো ধোঁয়ার কুণ্ডলীর ফাঁকে,
রক্তাক্ত শিশু কেঁদে কেঁদে ডাকে অসহায় মাকে।

স্বৈরাচারের ঈদের উপহারে ফেলা হয় বোমা,
মানুষ পোড়া গন্ধে ভরে দিগন্তজোড়া ধূসরিমা।
ন্যায়বিচারের নামে ঘটে বিশ্বের নৃশংস সন্ত্রাস,
স্বজন হারানোর বেদনায় ফুঁপিয়ে ওঠে দীর্ঘ নিঃশ্বাস।

এখানে প্রতিটি দিন সবাই করে বাঁচার লড়াই,
শান্তির সাদা পায়রার ছবিটা আঁকা হয় বৃথাই।
উৎসব-পার্বণে আশা করাটা শুধুই নিরর্থক,
ঈদের দিনের জমানো ইচ্ছেগুলো তাই অনর্থক।

এখানে ক্ষুধার্ত পেটে শিশুরা ঘুমিয়ে যায়,
কেউ থাকে না ঈদের রকমারি ভোজের প্রত্যাশায়।
প্রতি ফোঁটা জল বোঝে তৃষ্ণার্তের হৃদয়-তৃপ্তি,
শুকনো এক টুকরো রুটির স্বাদ যেন অমৃতি।

এ শহরে প্রাণস্পন্দনহীন ঈদের সকাল চারিদিকে,
অবাক দৃষ্টিতে অবুঝ শিশুরা তাকিয়ে থাকে।
চারিদিকে শুধু বিধ্বস্ত অট্টালিকার ইট-পাথর,
জীবনহীন নিরপরাধ লাশ পড়ে থাকে নিথর।

এখানে শান্তির অধিকারের নামে হয় নরহত্যা,
নেই জীবনের কোনো আনন্দ, হাসি, চঞ্চলতা।
নিরপরাধ শিশু-কিশোররা পায় না রেহাই,
মেনে নিতে হয় অকালমৃত্যু, প্রথম ঈদের আগেই।
 

কমেন্ট বক্স