Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বুবলী, যা বললেন ‘বরবাদ’ নিয়ে

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বুবলী, যা বললেন ‘বরবাদ’ নিয়ে ছবি : সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমা মুক্তি পেয়েছে। শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‘জংলি’ও মুক্তি পেয়েছে এই ঈদে। অভিনেত্রী নিজের সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলার পাশাপাশি শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ।

বুবলী বলেন, ‘বরবাদ; একটি ঝড়ের নাম, যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে— একদম মারমার কাটকাট অবস্থা।

তিনি বলেন, সেখান থেকে আমি বলব যে, আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গর্ব করার বিষয়। আমি চাই, এভাবে বরবাদ চলুক, পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।

বুবলী বলেন, উনার সম্পর্কে যতই বলব কম বলা হবে। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এমন বড় একটি নাম— যতই বলব, ততই কম বলা হবে। উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেন যে, উনি কতটা ভালোবাসার মানুষ। বাংলার মানুষের কাছে যে উনি কতটা প্রিয় যেভাবে সব শো ভালো যাচ্ছে, আজকে প্রথম দিনে যেভাবে রেসপন্স আমাদের জন্য অনেক গর্বের।

'জংলি' সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, জংলি তো আমরা দেখব, আমাদের যে পারিবারিক সেন্টিমেন্ট যেভাবে দর্শক আসলে ইমোশনালি এটা গ্রহণ করেছে, সো সব সিনেমার জন্য অনেক ভালোবাসা। সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সব স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি। 

অভিনেত্রী বলেন, আমরা জংলি টিম হিসেবে অনেক অনেক শুভকামনা জানাই বরবাদ টিমের জন্য। এ ছাড়া সব সিনেমা যেগুলো এসেছে, প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স