ব্যালকনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করা আর ঈদের শুভেচ্ছা জানানো সালমান ও শাহরুখ খানের এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো এবারও নিজের ফ্ল্যাটের বারান্দায় এসে ভক্তদের কাছে ঈদের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন ভাইজান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাদা কুর্তা-পাজামায় সজ্জিত সালমান, সঙ্গে তার ছোট্ট ভাগ্নে ও ভাগ্নি আয়াত-আহিল। উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, আবার পাশাপাশি আয়াতকে কোলে তুলে, হাতে ধরে দেখাচ্ছেন ভক্তদের উচ্ছ্বাস।
গ্যাংস্টারদের হিটলিস্টে রয়েছেন তিনি! তাই এবার খোলা বারান্দা নয়, কাচের আড়াল থেকেই ভক্তদের ভালোবাসা জানালেন ‘ভাইজান’! ভিডিওতে দেখা যাচ্ছে সালমানকে দেখবে বলে কেউ কেউ গাছের ডালেও উঠে পড়েছেন। অন্যদিকে ভিড় হওয়া জনতার মধ্য থেকে ভেসে আসছে ‘সিকান্দার...সিকান্দার’ ধ্বনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিও পোস্ট করে সালমান লিখলেন : ‘শুক্রিয়া, ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক!’
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান আর রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে। ভাইজানের এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
ঠিকানা/এনআই