Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয় : অপু বিশ্বাস

সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয় : অপু বিশ্বাস আব্রাম খান জয়, শাকিব খান এবং অপু শ্বিাস। ছবি: সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খান গতকালই ৪৬ বছরে এ পা রাখলেন। নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনেরও কমতি ছিল না। বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান। ২৮ মার্চ (শুক্রবার) রাতে এক ফেসবুক পোস্টে কিছু ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

সেখানে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- 'হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা'।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি। 

তবে অপু বিশ্বাসের সেই পোস্টের ছবিগুলোতে নায়িকাকে সঙ্গে দেখা যায়নি। 

পোস্টের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’

অপুর এই পোস্টে অনুরাগীদের সাড়াও ছিল দেখার মতো। মেগাস্টারকে জন্মদিনের শুভেচ্ছাসহ বাবা-সন্তানকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা।

এর আগে শাকিবকে প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই।

এ সময় প্রাক্তন স্বামীকে তারা সম্বোধন করেন নানা তকমায়। যেমন, অপু বিশ্বাসের কাছে শাকিব খান হচ্ছেন শাহরুখ খান। আর বুবলীর কাছে তিনি মহারাজা।

ঠিকানা/এএস  

কমেন্ট বক্স