যুদ্ধ যুদ্ধ খেলা
সভ্যতার উষালগ্ন থেকেই শুরু হয়েছে
যুদ্ধ যুদ্ধ খেলা
আগে চলত শর্কি বল্লম, মল্লযুদ্ধ
তারপর ঢাল-তলোয়ার
নিয়ে ঐ খেলা
আরো এল কামান বন্দুক, গোলা
তারপর এল মারণাস্ত্র বোমা
যে খেলার শেষ নেই
চলছে এখনো ফিলিস্তিনে
একটি স্বাধীন পতাকা, একখণ্ড
স্বদেশ ভূমি
তার জন্য রক্তের বন্যা বয়ে যায়
গগনবিদারী দুড়ুম দুড়ুম
কড়াক কড়াক শব্দের সাথে
নিমেষেই জ্বলে ওঠে উদ্বাস্তুদের
অস্থায়ী ঘর ও তাঁবুতে লেলিহান শিখা
ধ্বংসস্তূপে পরিণত হয় সব
ঢারিদিকে কয়েক মুহূর্তের দমবন্ধ করা ধোঁয়া
অন্ধকার আর আহাজারিতে
মানুষের কান্নার রোল, শিশুদের আর্তনাদ
এ যুদ্ধ যুদ্ধ খেলা নিভিয়ে দেয়
জীবনের প্রদীপ শিখা
পড়ে থাকে কারো ছিন্নভিন্ন দেহ
শুনতে কি পাও সে কান্নার রোল?
দেখতে কি পাও ফিনকি দিয়ে বয়ে যাওয়া
সে রক্তের ধারা?
বোমার আঘাতে বিদীর্ণ হওয়া
শিশু-কিশোরের নিথর মরদেহ
দেখতে কি পাও আহত পিতামাতার
কাঁধে ও কোলে সন্তানের লাশ
এ দেখাই শেষ নয়
আমরা দেখতে পাই একটি জাতিকে
মুছে ফেলার ধৃষ্টতা
বিশ্বের শান্তিকামী মানুষ রুখে দাঁড়াও
শত্রুর সমুচিত শাস্তি বিধান
ও সে দেশের শান্তি প্রতিষ্ঠায়।