Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাত রঙের জীবন

সাত রঙের জীবন
ভালোবাসা একবার নয়, বারবার আসে
অপূর্ণতা, না পাওয়ার আক্ষেপ এটাও ভালোবাসা
আকুলতা নিয়ে মানুষ নিশ্চুপ অভিমানে হাঁপিয়ে ওঠে,
রাতে ঘুম আসে না, বিরহ অনলে পুড়ে মন
এটাও ভালোবাসা
জীবনের রং সাদা-কালো হতে নেই,
লাল-নীল, সবুজ-হলুদ, সাত রঙের জীবন হোক।
তুমি যদি বুঝতে ২৭ বছর আগে
এত আবোলতাবোল না বকে
মিশে যেতাম তোমার বুকে।
 

কমেন্ট বক্স