যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।
নিউইয়র্কের বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরের রাতে নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এদিন রাতে অন্যান্য দিনের তুলনায় বেশি মানুষের উপস্থিতি থাকে মসজিদগুলোতে। পবিত্র এই শবে কদরের রাতে মানুষ ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত ও কৃপা লাভ করার চেষ্টা করেন।
আল-আমিন জামে মসজিদে অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে রাতব্যাপী ইবাদত অনুষ্ঠিত হবে। লাইলাতুল কদরে রাতভর অনুষ্ঠানের মধ্যে আছে ইফতার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে, সালাতুল মাগরিব সন্ধ্যা সাতটা ৩২ মিনিটে, শবে কদরের ফজিলত নিয়ে বয়ান রাত নয়টা থেকে রাত সাড়ে দশটা। সালাতুল এলামা রাত সাড়ে দশটায়। খতমে কোরআনের বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল হবে। ব্যক্তিগত ইবাদত রাত ১২টা থেকে রাত আড়াইটা, সম্মিলিত ইবাদত ভোর আড়াইটা থেকে ভোর সাড়ে তিনটা পর্যন্ত। সাহ্্রি অনুষ্ঠিত হবে চারটা থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত। এরপর সালাতুল ফজর হয় ভোর ৫টা ৪৫ মিনিটে। এর মধ্য দিয়ে সারা রাতের ইবাদতের সমাপ্তি করা হয়।
এ ছাড়া বিভিন্ন মসজিদে পবিত্র রজনী লাইলাতুল কদর উপলক্ষে কদরের নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।