Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঢাকায় আনা হচ্ছে তামিমকে

ঢাকায় আনা হচ্ছে তামিমকে ছবি : সংগৃহীত
মাঠে হার্ট অ্যাটাকের পর গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন দেশসেরা ওপেনার। গতকাল সেখানে সফলভাবে তার হার্টে রিংও পরানো হয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হচ্ছে তামিমের। 
কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তামিমকে। আজ ২৫ মার্চ (মঙ্গলবার) ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তিনি। জানা গেছে পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই হাসপাতাল বদল করছেন তামিম।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে তামিমকে। ওখানেও তিনি পর্যবেক্ষণেই থাকবেন বলে জানা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এর আগে গতকাল কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। সেখান থেকে তাকে বিকেএসপির অদূরের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামের পর তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক রিং পরানো হয়। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেছিলেন তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ ২৪ ঘণ্টা পেরোনোর পরও তামিমকে আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স