জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরেই। ঘরের মাঠে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলছেন না তিনি। বাঁ পায়ের গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় এবার তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তাসকিন। তার সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। সেখানে মেডিকেল চেকআপ শেষে জানা যাবে চোটের প্রকৃত অবস্থা। প্রয়োজন হলে অস্ত্রোপচারও করা হতে পারে বলে জানিয়েছে বিসিবি। ইতোমধ্যে স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সময়ও নির্ধারণ করা হয়েছে।
তাসকিনের ইনজুরি নিয়ে এর আগে বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না, সে ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন যদি বিদেশের ডাক্তাররা বলে যে তারা দেখতে চায়, তাহলে তাসকিনকে বাইরে পাঠানো হবে।
তিনি আরও জানান, তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে, যা দীর্ঘমেয়াদে খেলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সাম্প্রতিক সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিলেও তিন ম্যাচ খেলার পরই আবার ইনজুরিতে পড়েন তাসকিন। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
ঠিকানা/এএস