Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


টাইটানিকের রোজের গোলাপি ওভারকোটটি নিলামে

টাইটানিকের রোজের গোলাপি ওভারকোটটি নিলামে



 
সিনেমায় জাহাজ ডুবে যাওয়ার দৃশ্যে কেইট উইনস্লেট পরেছিলেন ওভারকোটটি। 

দুই যুগ গড়িয়ে গেলেও টাইটানিক সিনেমার আবেদন যে এখনও ফুরোয়নি, তা বোঝা গেল একটি ওভারকোটের নিলাম দেখে।

কালজয়ী এ সিনেমায় জাহাজ ডুবে যাওয়ার সময় রোজ রূপী কেইট উইনস্লেট যে গোলাপি ওভারকোটটি পরেছিলেন, তা নিলামে ওঠার সঙ্গে সঙ্গে ফেলেছে সাড়া।

<div class="paragraphs"><p>টাইটানিক সিনেমায় এই ওভারকোটটি পরেছিলেন কেইট&nbsp;উইনস্লেট।</p></div>
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, নিউ জার্সিভত্তিক একটি অনলাইন নিলাম ঘর ওভারকোটটি আনুষ্ঠানিকভাবে নিলামে তুলছে। আর শুক্রবার রাতেই পাঁচজন দর হেঁকে ফেলেছেন। তার মধ্যে একজন ৩৪ হাজার ডলারে কিনতে চেয়েছেন।

গোল্ডিন অনলাইন নামের ওই নিলাম ঘরের প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন আশা করছেন, সোমবার নিলাম শেষ হওয়া নাগাদ ওভারকোটটির দাম এক লাখ ডলার ছাড়িয়ে যাবে।

জেমস ক্যামেরন নির্মিত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ অস্কারে ১১টি পুরস্কার জিতেছিল।

টাইটানিক সিনেমায় এই ওভারকোটটি পরেছিলেন কেইট উইনস্লেট।

এই সিনেমায় জ্যাক ডসন চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও এবং রোজ চরিত্রে কেইট উইনস্লেট।

সিনেমায় কেইটের পর গোলাপি উলের উপর কালো এমব্রয়ডারি করা কোটটিতে এখনও শেষ দৃশ্যের জলের দাগ রয়েছে।

পোশাকটি ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। টাইটানিকের জন্য সেরা পোশাক ডিজাইনারের অস্কারও জেতেন তিনি।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স