Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পটুয়াখালীতে জুলাই বিপ্লবে শহীদের মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

পটুয়াখালীতে জুলাই বিপ্লবে শহীদের মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ছবি সংগৃহীত
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার অন্যতম আসামি সাকিব মুন্সীকে গ্রেপ্তার করেছে। ভিকটিম কলেজছাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জন বাগানে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই ’২৪ আন্দোলনে ঢাকায় নিহত শহীদের কন্যা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে মামুন মুন্সীর বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিম চিৎকার করলেও নির্জন এলাকা হওয়ায় কারও সাড়া পায়নি। এ ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।

এ ঘটনায় ভিকটিম ওই কলেজ শিক্ষার্থী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৩) দ.বি. মামলা দায়ের করেছে। পুলিশ মামলা দায়েরের পরপরই প্রধান আসামি সাকিব মুন্সীকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আসামি সাকিব মুন্সীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স