অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিরন নাজমুল, এবং সভাপতিত্ব করেন সভাপতি সাজিদুর রহমান সোহেল। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।
ইফতারের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ড. নজরুল ইসলাম চৌধুরী সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘ব্যবসায়িক ঐক্য ও গঠনমূলক আলোচনা আমাদের সফলতার মাইলফলক হয়ে থাকবে। সংগঠন শুধু ব্যবসার বিষয়েই কাজ করবে না, বরং সফল ব্যবসায়ীদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।” তিনি প্রপার্টি ব্যবসাসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

সংগঠনের উপদেষ্টা খুরশিদ আলম বাদল তার স্বভাবসুলভ হাস্যরসাত্মক বক্তব্যে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। তিনি বলেন, চৌকস ব্যবসায়ীদের নিয়ে এমন একটি সুন্দর ইফতার আয়োজনের চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল সমাপনী বক্তব্যে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা ব্যবসা করি এবং ভবিষ্যতেও করবো, তাই পরিচ্ছন্ন ও পেশাদার ব্যবসায়ীদের নিয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গঠন করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, জাফর হোসেন, শফিকুর রহমান, এ কে আজাদ দুলাল, ফয়সল আহমেদ মোল্লা, শাখাওয়াত হোসেন, মোশাররফ ব্যাপারী, নাসিম রহমান, আনিছুর রহমান সাত্তার, মোক্তার হোসেন, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, শফিউল আলম শফি, ফিরোজ আলম আকাশ, শাহ আলম স্বাধীন, আশুতোষ দে, শংকর দেবনাথ, খয়েস খান, শফিকুর রহমান সুমন, সাত্তার ভূঁইয়া, এবাদুল মাতবর, বখতিয়ার রহমান, শামীম ব্যাপারী, শফিকুল আজম, শহীদ খালাসী, এ কে আজাদ মোস্তফা সহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
ঠিকানা/এসআর