পবিত্র মাহে রমজানের প্রথম দশক রহমতের দিনগুলো শেষ হয়েছে। চলছে মধ্য দশক মাগফিরাত। আর শেষ দশক নাজাতের। হাজারো মহিমায় উদ্ভাসিত পবিত্রতম এ মাসে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি চলছে বিভিন্ন মসজিদে খতম তারাবি। প্রতিটি জামাতেই অংশ নিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। বিভিন্ন মসজিদে ব্যক্তি, প্রতিষ্ঠান ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে ইফতার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
নাড়ির টানে সপরিবারে এসব ইফতার মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। কমিউনিটিতে অনেকটা উৎসবের আমেজ চলছে- ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রায় প্রতিদিনই বিভিন্ন রেস্তোরাঁ বা পার্টি হলে কয়েকটি করে ইফতার মাহফিল আয়োজিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাসা-বাড়িতেও চলছে স্বজনদের নিয়ে ইফতার অনুষ্ঠান উদযাপন।
ইফতার মাহফিলগুলোতে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত আদায় করা হচ্ছে। এছাড়াও কোন কোন রেস্টুরেন্টে ঘটা করে সেহরির আয়োজনও। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন। এদিকে কোরআন
নাজিলের এই মাসকে মহিমান্বিত করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের নিয়ে কোরআন পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিও পালন করা হচ্ছে।
এদিকে প্রতিটি সংগঠনের ইফতারে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামিক চিন্তাবিদরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইমাম এ প্রতিবেদককে বলেন, অনেক ইফতার অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা হচ্ছে না। অতিথি ও আয়োজকদের বক্তৃতাতেই ইফতারের সময় চলে যায়। এটি কোনোভাবেই কাম্য নয়।
অ্যাটর্নি মঈন চৌধুরী : পবিত্র রমজানে ইফতার আয়োজনে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর, যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ মঈন চৌধুরী। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের পরিচালনায় বিভিন্ন মসজিদে বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এই অ্যাটর্নির আয়োজনে রমজানের প্রথম দিন থেকে রোজাদার ধর্মপ্রাণ মুসলমানদের আপ্যায়িত করা হচ্ছে ইফতার দিয়ে। সাথে থাকে নৈশভোজের ব্যবস্থাও। ইতোমধ্যেই তিনি আবু হুরায়রা মসজিদ (এলমার্স্ট জ্যাকসন হাইটস), রিয়াজুল জান্নাহ মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ (ব্রুকলিন), ফুলটন জামে মসজিদ (ব্রুকলিন), ফুলতলি জামে মসজিদ ও ব্রুকলিনের হযরত বিলাল (র.) জামে মসজিদসহ বেশ ক’টি মসজিদে ইফতারির স্পন্সর করেছেন। পুরো রমজানব্যাপী তার এই অবদান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন : গত ৭ মার্চ জ্যাকসন হাইটস সানাই রেস্টুরেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ও সংগঠনের উপদেষ্টা ড. শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, ড. মোহাম্মদ কাসেম ও এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই এনামুল হায়দার, ব্রিগেডিয়ার জে. (অব.) তোফায়েল আহমদ, সিনিয়র অ্যালামনাই অ্যাডভোকেট খায়রুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আশিক মাহামুদ, সহ-সভাপতি বদরুল হক আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নূরুল মোস্তফা রইসী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদার, সিনিয়র সাংবাদিক কাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার আহসান মুন, শরিফুল ইসলাম পিন্টু, কাউসার সরদার, নুরুল আমিন, কমিউনিটি লিডার ও প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহল আমিন নাসির, তারিক চৌধুরী দিপু, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ প্রমুখ।
এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সমগ্র মানব জাতির কল্যাণ ও পবিত্র মাহে রমজানের বরকত যাতে সবার নসিব হয়- এ জন্য দোয়া করা হয়।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি : মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ এস্টোরিয়ার ভেরাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহান আহমদ টুটুল। সাধারণ সম্পাদক সৈয়দ রহুল আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি মো. বদরুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন টাইম টেলিভিশন সিইও মো. আবু তাহের, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দীন সোহাগ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি শামীম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বশির খান, বিয়ানীবাজার সমিতি ইউএসএ ইনকের উপদেষ্টা গহর কিনু চৌধুরী, সাবেক কমিশনার মো. আকবর আলী, সাবেক সভাপতি মো. তোজাম্মল হোসেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শেখ শফিকুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মো. জাবেদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমাদ তরাফদার, সদস্য রিটন সরকার প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মো. জালাল চৌধুরী। সভাপতির বক্তব্যে সোহান আহমদ টুটুল সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন : গত ২ মার্চ জ্যামাইকার আল আকসা রেস্টুরেন্টে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডা. সারওয়ারুল হাসান এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।
সংগঠনের ধারাবাহিকতা ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-সভাপতি হাসানুজ্জামান হাসান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির আলী খান পল, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. আব্দুল লতিফ, ডা. মনজুরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান খান তনু, আহসান উল্লাহ ফিলিপ, আল জুবায়ের বাচ্চু, দবিরুল ইসলাম, জহিরুল ইসলাম টুকু, আবু তাহের, রাকিব, দুলু মিয়া, মোহর খান, শামীম আহমেদ, কাওসার আলী, মিজানুল হাসান, শফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, মোতাহার হোসেন, আজিজুল হক মুন্না, জাহাঙ্গীর হোসেন, ডা. মাসুদুল হাসান, ড. রুহুল কুদ্দুস ও কামরুজ্জামান কামরুল।
নিউইয়র্ক সেমিনার গ্রুপ : ব্রঙ্কসের খলিল চাইনিজ রেস্টুরেন্টে নিউইয়র্ক সেমিনার গ্রুপের আয়োজনে গত ৭ মার্চ আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এতে আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। গ্রুপের মডারেটর ও মুখপাত্র স্থানীয় কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে ৭ জন নিউইয়র্ক সিনেট এবং কমিউনিটি বোর্ডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক সংগঠনের সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান, মর্টগেজ ব্রোকার ফাহিমদ হোসেন, মর্টগেজ ব্যাংকার আজাদুল ইসলাম ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি ব্রুস ফিসার, সহকারি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রাশেদ মজুমদার, মেয়রের উপদেষ্টা দক্ষিণ এশিয়াবিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান প্রমুখ।
বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন : ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল গত ৮ মার্চ শনিবার পিএস ১০৬ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও এ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ড. আবু জাফর মাহমুদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
কুইন্সের আগ্রা প্লেস পার্টি হলে গত ৮ মার্চ শনিবার ভাটেরা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভাটেরা ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী ছাড়াও কুলাউড়া উপজেলা ও কমিউনিটির বিশিষ্টজেনরা অংশ নেন।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি : পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১০ মার্চ সোমবার ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার। সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিকের পরিচালনায় অতিথি ছিলেন মোবাশ্বর হোসেন চৌধুরী, অ্যাডভোকেট নাসিরউদ্দীন, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, লিয়াকত আলী, শফিউদ্দীন তালুকদার, মোঃ আব্দুস শহীদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি শামীম আহমদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোঃ সামাদ মিয়া জাকারিয়া, সাব্বির আহমদ, শেখ জামাল হোসেন, মিয়া আছকির প্রমুখ।
কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোশারফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মোঃ বশির মিয়া, তানিম চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রোবেল মিয়া, প্রধান সমম্বয়কারী তাজুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী ইমরান আলী টিপু, সদস্য সচিব সৈয়দ মোশাররফ হোসেন প্রমুখ।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) ইফতার : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) ইফতার মাহফিল গত ৭ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের শানাই পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও মাওলানা ইসমাইল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, সাংবাদিক লাভলু আনসার, ঢাকা জেলা সমিতির প্রেসিডেন্ট দুলাল বেহেদু, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হুসনে আরা, রীনা সাহা, অসীম সাহা, যুবদলের কেন্দ্রীয় নেতা এমএ বাতিন, নিউইয়র্ক রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন রাজু।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, মো. শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. সানাউল্লাহ, হেলাল মজিদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।
সংগঠনের সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি শাহ ফারুক রহমানের সমন্বয়ে অতিথিদের স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, নির্বাহী সদস্য কানু দত্ত, শামীম আল আমিন, অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, আলমগীর কবির ও অজিৎ ভৌমিক।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইকরা পার্টি হলে ৯ মার্চ রোববার এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সংগঠনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহি রহমান। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সংগঠনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপদেষ্টা খন্দকার আশেক শামীম, উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, উপদেষ্টা সোলায়মান আলী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক ও আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথি ও টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান, সংগঠনের সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ শিকদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।
ভাটেরা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক : ভাটেরা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক’র নবনির্বাচিত কমিটি অভিষিক্ত হয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেয়ায় অনুষ্ঠানটি ভাটেরাবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
কুইন্সের আগ্রা প্যালেসে ৮ মার্চ শনিবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২০২৭ সালের জন্য গঠিত ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তরা শপথগ্রহণ করেন। প্রথমে সংগঠনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদারকে শপথ বাক্য পাঠ করান ভাটেরা এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু। পরে নতুন সভাপতি অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এরপরে সকল কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে মকবুল হোসেন, আকদ্দস আলী সিদ্দিকী, ফকরুল ইসলাম তালুকদার, আব্দুল মতিন ও মর্তুজ আলী ছাড়াও বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুরমান সিদ্দিকী, ফয়সল সিদ্দিকী, ওয়ালিউর রহমান সহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার ও যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার, সহ-সভাপতি আব্দুল জব্বার সিদ্দিকী, সৈয়দ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু, অর্থ সম্পাদক সুরমান আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এনাম আরাফাত রবি সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এস আহমেদ টিপু, প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়ালিউর রহমান, ক্রীড়া সম্পাদক সুমন আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- শাহ মিজান, সাদ্যস্যিক সম্পাদক ফয়সাল আহমেদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক তালুকদার আদনান নিজাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পাদক বাপ্পু তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শহীদ সিদ্দিকী সেফুল, সাংস্কৃতিক সম্পাদক তালুকদার আদনান বাসার আসিফ, ধর্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম, গণসংযোগ সম্পাদক শিপন আহমেদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ রিপন, মহিলা সম্পাদিকা তাহমিনা আক্তার সিদ্দিকা, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম জুয়েল, আব্দুস সামাদ, শামীম আহমদ, মোহাম্মদ জায়েদ তালুকদার সায়েফ, শাহ নেওয়াজ ইসলাম, মোহাম্মদ আব্দুল মুহিত মান্না, সায়েদ খান, তালুকদার বদরুল, তানভীর তালুকদার এনাম।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা : চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল গত ৮ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আহবায়ক ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোক্তাদির বিল্লাহ এবং সদস্য সচিব ছিলেন নুরুস সাফা।
সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যৌথভাবে দোয়া পরিচালনা করেন মৌলানা আলহাজ মুজিবুর রহমান ও মওলানা আইয়ুব আনছারী।
বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান সিরাজী, সাবেক সভাপতি আহসান হাবিব, মুক্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন প্রমুখ।
উপল্লখ্য, পুর্ব ঘোষিত ইফতার মাহফিলকে বিতর্কিত করার লক্ষ্যে একটি মহল অব্যাহতি প্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ইফতার মাহফিলের একদিন পুর্বে, অর্থাৎ ৭ মার্চ সকাল ১০ থেকে ৬-৭ জন সিকিউরিটি গার্ড দিয়ে প্রায় ৩৬ ঘন্টা সমিতির অফিসে ঘিরে রাখেন, যেন কোন চট্টগ্রামবাসী ইফতারে অংশ নিতে না পারে! পরে বাধ্য হয়ে পাশের অন্য একটি ভবনে বিপুল চট্টগ্রাম বাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মহিলাদের জন্য সহ-সম্পাদক মো হারুন মিয়ার বাসায় ভবনের দ্বিতীয় তলায় বিশেষ ব্যবস্থা করা হয়।
বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি পবিত্র রমজান উপলক্ষে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গত ৮ মার্চ বিকালে আটলান্টিক এভিনিউস্থ মসজিদ আল হেরার সামনে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সির সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রমজানের খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে। এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়কাল থেকে আমরা কমিউনিটিতে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করছি।
রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের সময় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, ফেরদৌস ইসলাম, গিয়াসউদদীন পাঠান, মো. দিদার, শাহরিয়ার আহমদ, সিরাজুল ইসলাম, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।