ফুল ফোটার আগেই ঝরে গেল কলি
নরপিশাচের হিংস্র থাবা, কলঙ্কিত পূর্ণভূমি!
বাঁচানোর শত চেষ্টা, নিষ্ফল! পরপারে আছিয়ার যাত্রা;
ক্ষমা করো প্রিয় বোন; আজও সভ্য হয়নি এ জাতি-
তোমার ইজ্জতের সঙ্গে করিল নাফরমানি।
এখনও আইয়্যামে জাহেলিয়া যুগের নরকীটদের উল্লম্ফন নৃত্য চারিদিক!
আলোঘরে হঠাৎ অন্ধকার, হায়ানার উপদ্রব
ধিক্কার ঘৃণায় ওদের প্রত্যাখ্যান, কী লাভ তাতে-
কমছে না হৃদয়ে রক্তক্ষরণ, ক্রমেই বাড়ছে!
এখন চিৎকার করে বলতে চাই
বিচার কর, বিচার কর, যোগ্য বিচার হোক- এই শাস্তির দৃষ্টান্ত!
যা দেখে-
উচিত শিক্ষা পাবে নরপিশাচ!
শান্তি পাবে আছিয়ার আত্মা!
আছিয়ারা আর কেঁদে কেঁদে মরবে না,
কেউ তাদের পাশবিক নির্যাতনে মারবে না
আছিয়ারা বেঁচে থাকবে মাথায় নিয়ে সম্মানের তাজ!