Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ক্ষমা করো আছিয়া

ক্ষমা করো আছিয়া প্রতীকী ছবি
ফুল ফোটার আগেই ঝরে গেল কলি
নরপিশাচের হিংস্র থাবা, কলঙ্কিত পূর্ণভূমি!
বাঁচানোর শত চেষ্টা, নিষ্ফল! পরপারে আছিয়ার যাত্রা;
ক্ষমা করো প্রিয় বোন; আজও সভ্য হয়নি এ জাতি-
তোমার ইজ্জতের সঙ্গে করিল নাফরমানি।

এখনও আইয়্যামে জাহেলিয়া যুগের নরকীটদের উল্লম্ফন নৃত্য চারিদিক!
আলোঘরে হঠাৎ অন্ধকার, হায়ানার উপদ্রব
ধিক্কার ঘৃণায় ওদের প্রত্যাখ্যান, কী লাভ তাতে-
কমছে না হৃদয়ে রক্তক্ষরণ, ক্রমেই বাড়ছে!

এখন চিৎকার করে বলতে চাই
বিচার কর, বিচার কর, যোগ্য বিচার হোক- এই শাস্তির দৃষ্টান্ত!
যা দেখে-
উচিত শিক্ষা পাবে নরপিশাচ!
শান্তি পাবে আছিয়ার আত্মা!
আছিয়ারা আর কেঁদে কেঁদে মরবে না,
কেউ তাদের পাশবিক নির্যাতনে মারবে না
আছিয়ারা বেঁচে থাকবে মাথায় নিয়ে সম্মানের তাজ!

 

কমেন্ট বক্স