ঘোষণা অনুযায়ী, ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘গেম চেঞ্জার’। কিন্তু নানা কারণে ছবির শুটিংই এতদিন আটকে ছিল। তাই মন খারাপ করেছিলেন ‘কবির সিং’ তারকা। কারণ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা বলে কথা। অবশেষে অপেক্ষার পালা শেষে ছবির প্রথম লটের শুটিংয়ে অংশ নিলেন কিয়ারা। টানা তিন দিন শুটিংয়ের পর এবার পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
এ নিয়ে বলিউডভিত্তিক গণমাধ্যমে কিয়ারা বলেন, ‘অবশেষে সিনেমার শুটিং শুরু করলাম। নানা ঝামেলার কারণে প্রজেক্টটির শুটিং শুরু হতে বিলম্ব হয়েছে। এখন টানা শুট চলবে। আমি দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। কাজটি করতে গিয়ে তিন দিনে যে অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আমি মুগ্ধ। এর আগেও দক্ষিণের সিনেমায় কাজ করেছি। রামের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। খুব বেশি সিন আমাদের ছিল না। যেটুকুই ছিল, সেটুকুতেই তার তারকাখ্যাতির কারণ আমি বুঝতে পেরেছি। রাম অসম্ভব মেধাবী ও পরিশ্রমী একজন অভিনেতা। সহকর্মীদের সঙ্গে তার আচরণ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, আমাদের জুটি দর্শকদের মুগ্ধ করবে।’
রামের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন। দ্বিতীয়বারের মতো জুটি হয়ে আসছেন তারা। কিয়ারার সঙ্গে নিজের দ্বিতীয় কাজ নিয়ে কথা বলেন অভিনেতা রাম চরণ। তিনি বলেন, ‘কিয়ারার অভিনয় আমি দেখেছি। সহকর্মী হিসেবে তিনি দুর্দান্ত। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। তবে এবার তিনি আরও বেশি পরিণত। আশা করছি, আমাদের কেমিস্ট্রি আগের সিনেমাকে ছাড়িয়ে যাবে।’