Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিউইয়র্কে শ্রীকান্ত ও শুভমিতার গানের আসর অক্টোবরে

নিউইয়র্কে শ্রীকান্ত ও শুভমিতার গানের আসর অক্টোবরে
নিউইয়র্কে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা বন্দোপাধ্যায়ের যুগলবন্দী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ডিজিটাল ওয়ান মাল্টিমি ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান আইবি টিভি ইউএসএ। আগামী ১৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্ক সিটির কুইন্সের নিউইয়র্কে শ্রীকান্ত ও শুভমিতার গানের আসর অক্টোবরে ডিজিটাল ওয়ান মাল্টিমিডিয়া ও আইবি টিভি ইউএসএ’র কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো ঠিকানাকে জানান, প্রবাসে সুস্থধারার বিনোদনের অভাব রয়েছে। সুস্থধারার বিনোদন ফিরিয়ে আনতে আইবি টিভি ইউএসএ কাজ করছে। এর অংশ হিসাবে দুই বাংলার জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতার যুগলবন্দী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ডিজিটাল ওয়ান মাল্টিমিডিয়া। অনুষ্ঠানটি সবার সুস্থ বিনোদনের খোরাক জোগাবে বলে বিশ্বাস করেন জাকারিয়া মাসুদ জিকো। 
তিনি জানান, শ্রীকান্ত ও শুভমিতার সঙ্গীতানুষ্ঠানের জন্য কুইন্স থিয়েটার উৎকৃষ্ট জায়গা। এখানে ফ্রি পার্কিং সুবিধাও রয়েছে। 
তিনি জানান, এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রবাসের জনপ্রিয় পত্রিকা ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এবং ডিবিসি। 
উল্লেখ্য, শ্রীকান্ত আচার্য কলকাতায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে। তিনি দক্ষিণী থেকে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সঙ্গীতের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন শ্রীকান্ত। 
শুভমিতা বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী। আধুনিক বাংলা গান, ধ্রুপদী সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতসহ সবক্ষেত্রেই তিনি তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার প্রকাশিত কয়েকটি অ্যালবাম হল বৃষ্টি পায়ে পায়ে, যদি বন্ধু হও, ইত্যাদি।
-
 

কমেন্ট বক্স