জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) মসজিদ ভবনের সম্প্রসারণ কাজের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন। মসজিদ ভবনটি সম্প্রসারণ করে বর্তমানে থাকা ভবনটির ওপর তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ করা হবে। এর পরিকল্পনা ও নকশা প্রণয়ন করে ইতিমধ্যে তা অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী এপ্রিল থেকে কাজ শুরু করার কথা। এখন পবিত্র রমজান মাস। এই সময়ে কাজ করানো সম্ভব হবে না বিধায় ঈদের পর কাজ শুরু হবে। সে জন্য রমজানের প্রতিদিন মসজিদে ফান্ড রেইজিং করা হবে। জেএমসির লক্ষ্য সড়ে তিন মিলিয়ন ডলার।
জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মান্নান বলেন, আমরা আশা করছি, পবিত্র রমজান মাসে সাড়ে তিন মিলিয়ন ডলারের ফান্ড রেইজিং করতে পারব। এই ফান্ড রেইজিংয়ের জন্য আমরা প্রতিদিন উন্মুক্ত সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি। যে যার অবস্থান থেকে যা পারেন, সহায়তা করুন। তিনি বলেন, আগে অনেকেই দূরদূরান্ত থেকে জেএমসিতে এসে সহায়তা দিতেন কিন্তু এখন বিভিন্ন এলাকায় মসজিদ হওয়ায় দাতারা নিজ নিজ এলাকায় দান করছেন। ফলে আগের মতো ডোনেশন পাওয়া যাচ্ছে না। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এ কারণেও আগের চেয়ে ডোনেশনের পরিমাণ কমছে। তার পরও সবার প্রতি আহ্বান জানাচ্ছি, জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ কাজের জন্য এগিয়ে আসুন। সবার সহযোগিতায় অল্প দিনের মধ্যেই সংগ্রহ করা সম্ভব সাড়ে তিন মিলিয়ন ডলার। এই পরিমাণ অর্থ হলে আমরা অত্যন্ত ভালোভাবে জ্যামাইকা মুসলিম সেন্টারের তৃতীয় তলা ও চতুর্থ তলার কাজ শেষ করতে পারব। এবার আমরা প্রতিদিন নামাজের সময় অর্থ সংগ্রহ করব। সেই সঙ্গে শবে কদর ও ঈদের দিন আমরা ফান্ড রেইজ করব।