Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ট্রাম্পের আমলে আইসের গ্রেপ্তার ৬২৭ ভাগ বেড়েছে

ট্রাম্পের আমলে আইসের গ্রেপ্তার ৬২৭ ভাগ বেড়েছে ছবি: সংগৃহীত
ট্রাম্প প্রশাসনের আমলে ইমিগ্রেশন ব্যবস্থায় অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেউ অপরাধ করে ও মিথ্যা তথ্য দিয়ে এ দেশে আর  থাকতে পারবেন না। যাদের আইনি কোনো স্ট্যাটাস নেই, সেই সঙ্গে তারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, এমন মানুষকে এখান থেকে বের করে দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করছে আইস। এ ছাড়া বিভিন্ন সময়ে যারা এ দেশে আসার পর স্ট্যাটাস হারিয়েছেন, অবৈধ হয়ে গেছেন অথবা কোনো না কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত আছেন, এমন মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি আগে যাদেরকে তার নিজ দেশে ফেরত পাঠানোর জন্য রিমুভাল অর্ডার দেওয়া হয়েছিল, তারা পালিয়ে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ তার পাসপোর্ট নিয়ে আইসের কাছে রিপোর্ট করার কথা থাকলেও তা করেননি, এসব লোককে বিতাড়ন করা হচ্ছে। এ ছাড়া যারা যুক্তরাষ্ট্রের আইন অমান্য করছেন ও বিমানবন্দর দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছেন, এসব মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে আইস। ইতিমধ্যে অনেককেই ফেরত পাঠানো হয়েছে।
আইস আতঙ্কে এখন অনেকেই দিশেহারা। তবে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই আইস নিয়ে এমন আতঙ্ক তৈরি হয় যে মানুষ ভয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছিল না, এমনকি যাদের বৈধ কাগজপত্র আছে, তারাও বের হচ্ছিলেন না। এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। যারা অবৈধভাবে কাজ করছিলেন, তারা অনেকেই কাজ ছেড়ে দেন। এখন আবার ফেরার চেষ্টা করছেন। কিন্তু যারা এখানে অবৈধভাবে আছেন ও অপরাধ করেছেন, যাদের রিমুভাল আদেশ আছে, তারা এখানে থাকতে পারবেন না। আইসের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে বিপুলসংখ্যক মানুষকে আইস আটক করে তার নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
এদিকে কেউ কেউ আগের তুলনায় আইসের তোড়জোড় কম দেখছেন বলার চেষ্টা করলেও বাস্তবের সঙ্গে তেমন মিল নেই। ট্রাম্প দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় আইসের অধীনে গ্রেপ্তারের সংখ্যা কয়েকশ গুণ বেড়েছে। বাইডেন শাসনামলের চেয়ে ট্রাম্পের শাসনামলে গ্রেপ্তার ৬২৭ ভাগ বেড়েছে। এই সংখ্যা আঁতকে ওঠার মতো। গত ২৬ ফেব্রুয়ারি হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আইসের গ্রেপ্তার ৬২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এক মাসে ২০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের পুরো সময়কালে বাইডেনের অধীনে বড় আকারের গ্রেপ্তারের তুলনায় মাসিক গ্রেপ্তারের পরিমাণ ৬২৭% বৃদ্ধি পেয়েছে। বাইডেনের আমলে গত এক বছরে গ্রেপ্তারের সংখ্যা ছিল ৩৩ হাজার। সেখানে এক মাসেই হয়েছে ২০ হাজার।
হোমল্যান্ড সেক্রেটারি নোয়েম আরও বলেন, সীমান্ত সুরক্ষিত করতে এবং অবৈধ অভিবাসী অপরাধীদের নির্বাসনে পাঠানোর জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি তার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই প্রশাসন প্রতিদিন জীবন বাঁচাচ্ছে। লাখ লাখ অপরাধীকে অবৈধভাবে এ দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আমরা তাদের নিজ নিজ দেশে পাঠাচ্ছি এবং তাদের আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।

কমেন্ট বক্স