Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিভিন্ন সংগঠনের  ইফতার মাহফিল

বিভিন্ন সংগঠনের  ইফতার মাহফিল সংগৃহীত
সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। রমজান ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে ইফতার আয়োজন। প্রবাসের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার মাহফিলের। তবে প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন বেশিরভাগ প্রবাসী। 
এদিকে ইফতার বিক্রি জমে উঠেছে রেষ্টুরেন্ট ব্যবসাও। রেস্টুরেন্টগুলোতে এবার ইফতারি বক্স বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ ডলারে। এছাড়া ইফতারে জিলাপি বিক্রি হচ্ছে প্রচুর। গুড়ের জিলাপির কদর রয়েছে ইফতারে। 
জালালাবাদ অ্যাসোসিয়েশন : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ নেতৃত্বাধীন এসোসিয়েশন রোববার (২ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই মাহফিলের অয়োজন করা হয়।
এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আতাউল গনি আসাদের পরিচালনায় এতে সভাপতি মইনুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আব্দুল হাসিম হাসনু, দ্য অপটিমিস্টসের মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরী রানা, সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, ট্রাস্টি সৈয়দ জুবায়ের আলী, নির্বাচন কমিশনার প্রফেসর আমিনুল ইসলাম চুন্নু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, পান্না রেস্টুরেন্টের কর্ণধার বশির উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক শাহীন আজমল, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, বাকা’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জামাল হোসাইন, বেলাল আহমেদ চৌধুরী, আব্দুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক : গত ২ মার্চ রোববার পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মাহামুদুল হক চৌধুরী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বেঙ্গল সোসাইটির সকল সদস্য যথা সময় উপস্থিত থেকে ইফতার পার্টি ও দোয়া মাহফিলকে সুন্দর ও সফল করে তুলে। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আবু তালেব চৌধুরী চান্দু। 
কুইন্স বাংলাদেশ সোসাইটি : সামাজিক সংগঠন কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল গত ৩ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামস রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  শর্শিনা পরী মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি আজিমুর রহমান বোরহান, সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী ও দুলাল বেহেদু, কাজী তোফায়েল ইসলাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ, মিসবাহ আহমেদ, সাইকুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, তরিকুল হোসাইন বাদল, ওয়াহিদ কাজী এলিন, সাংবাদিক রিমন ইসলাম, আবুল কাশেম চৌধুরী, আহসান হাবিব, ইফতার কমিটির আহ্বায়ক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সদস্য সচিব নওশাদ হায়দার, প্রধান সমন্বয়কারী মাসুদুল হক ছানু, সমন্বয়ক আবুল হোসেন প্রমুখ।  

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন : প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল গত ২ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন। 
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কমিউনিটির এগিয়ে চলা ত্বরান্বিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে থাকার সংকল্প ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ অ্যাসেম্বলি ইউএসএ : প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির সেবা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে একসঙ্গে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামাইকার পরিচিতমুখ চুন্নু, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক এহসানুল হক(বাবুল), পদ্মা ইয়োলো সোসাইটির সভাপতি হারুন খান, পদ্মা ইয়োলো সোসাইটির ক্রীড়া সম্পাদক আনারুল হক, প্রবাসী মতলব সমিতি ইনক এর সভাপতি রবিউল আলম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম হাসান। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম (কলিম), সহ-সভাপতি মোয়াল্লেম হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম.হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:আতিক উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ্ মো. কাশেম আলী ও আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
প্রবাসীদের কল্যাণে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখা এবং স্বার্থ সংরক্ষণ করা সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে দোয়া মাহফিলসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির সেবা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে একসঙ্গে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামাইকার পরিচিতমুখ চুন্নু, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক এহসানুল হক(বাবুল), পদ্মা ইয়োলো সোসাইটির সভাপতি হারুন খান, পদ্মা ইয়োলো সোসাইটির ক্রীড়া সম্পাদক আনারুল হক, প্রবাসী মতলব সমিতি ইনক এর সভাপতি রবিউল আলম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম হাসান। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম (কলিম), সহ-সভাপতি মোয়াল্লেম হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম.হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:আতিক উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ্ মো. কাশেম আলী ও আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
প্রবাসীদের কল্যাণে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখা এবং স্বার্থ সংরক্ষণ করা সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে দোয়া মাহফিলসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। 

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব : পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ সোমবার বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে ক্লাবের সদস্য-পরিবারবর্গ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। 
প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ ও আনোয়ার হোসাইন মঞ্জু, সাবেক সভাপতি আবু তাহের, সাবেক সহ সভাপতি মাহমুদ খান তাসের ও হাবিব রহমান, ক্লাব কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক, সদস্য হাসানুজ্জামান সাকীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। 
এর আগে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য জামিল আনসারী। এসময় প্রেসক্লাবের সদস্য এবং পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
উল্লেখ্য, ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম ব্যক্তিগত বিশেষ কাজের জন্য সময়মত ইফতার মাহফিলে উপস্থিত থাকতে না পারলেও পরবর্তীতে যোগ দেন। ইফতার মাহফিলে বিলম্বে যোগ দেয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। 
ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে ক্লাব সদস্য ও সাংবাদিকদের মধ্যে এবিএম সালাহউদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, চয়ন রহমান, ইকবাল মাহমুদ, সাদিয়া খন্দকার, সৌরভ ইমাম, সামিউল ইমলাম, নাজিম উদ্দিন, সোহেল হোসাইন, এইচ কে সোহাগ, শাহ সুমন, সাখাওয়াত হোসেন পলাশ, তাসকিন চৌধুরী, রাশিদা আক্তার এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আজিজুল হক মুন্না, মাহবুবুর রহমান, সৈয়দ মাসুদুল ইসলাম ও সৈয়দ জাকির হোসেন উপস্থিত ছিলেন। 

 

কমেন্ট বক্স