ঢাকা শহরের প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ক্রেতা, দোকানি এবং মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। ৪ মার্চ (মঙ্গলবার) রাতে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট রয়েছে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি।
প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, সে পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন।
ডিবিপ্রধান বলেন, পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
জনগণের জানমালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
রেজাউল করিম মল্লিক আরো বলেন, ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে। চেক পোস্ট, ডিবি পুলিশ এবং হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আন্তরিকতার সঙ্গে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।
ব্রিফিংয়ের আগে তিনি গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোরে ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন।
ঠিকানা/এএস