এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সেদিনের মুহূর্ত। সঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।

বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক
বিশেষ এই দিনে মায়ের আক্দের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আক্দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।’
মেহজাবীন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে।
নিজেরাও কখনো কখনো নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তারা ছিলেন নীরব।

বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক
কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রটে যে বিয়ে করেছেন মেহজাবীন-আদনান! তারা সংসারও করছেন। এসব নিয়ে যখন কথা হচ্ছিল, তখন কৌশলে তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, পূর্ণতা পেল ১৩ বছরের প্রেম।
ঠিকানা/এএস