দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ১০ দিন পেছাল তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ডগুলো হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
১১ আগস্ট শুক্রবার রাত নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, এই তিন বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


