Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

আসছে দ্য ব্যাড গাইজ ২

আসছে দ্য ব্যাড গাইজ ২ ‘দ্য ব্যাড গাইজ’-এর সিক্যুয়েল ‘দ্য ব্যাড গাইজ ২’। ছবি: সংগৃহীত
অ্যানিমেশন সিনেমা সব বয়সের মানুষের কাছেই জনপ্রিয়। টিভি দেখার সময় হোক বা ফোনের স্ক্রিনে স্ক্রল করতে করতে, অ্যানিমেশন কোনো দৃশ্য সামনে এলে একটু থমকে দেখবেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অ্যানিমে প্রেমীদের এই ভালোবাসাকে মাথায় রেখে চলতি বছর একের পর এক চমক নিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড।

এই বছর অ্যানিমে প্রেমীদের জন্য সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন মুভি ‘দ্য ব্যাড গাইজ’-এর সিক্যুয়েল ‘দ্য ব্যাড গাইজ ২’। ১ আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। পিয়ের পেরিফেল এবং জেপি স্যান্সের যৌথ পরিচালনায় নির্মিত এই ছবিটির চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তারকা স্যাম রকওয়েল, মার্ক ম্যারন, লিলি সিংসহ আরও অনেকে। তাদের চমৎকার ভয়েস-অভিনয় সিনেমাটির চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, দ্য ব্যাড গাইজ নতুনভাবে গুড গাইজ হিসেবে জীবন শুরু করলেও সমাজে বিশ্বাস ও গ্রহণযোগ্যতার জন্য তারা কঠিন লড়াই করছে। কিন্তু ঠিক এই সময়েই তাদের অবসর ভেঙে বের করে আনা হয় এবং একদল অল-ফিমেল অপরাধী স্কোয়াড তাদের দিয়ে ‘শেষ একটি কাজ’ করাতে বাধ্য করে। এই অপ্রত্যাশিত ঘটনার পর গল্পে নতুন মোড় আসে এবং রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে এগিয়ে যেতে থাকবে সিনেমাটির কাহিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স