তেলেগু অ্যাকশন ড্রামা সিনেমা ‘ডাকু মহারাজ’। এ বছরের ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পায় সিনেমাটি। যা বক্স অফিসে দাপট দেখায়। তবে এই সিনেমায় দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ‘অশ্লীল নাচের’ দৃশ্য নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর খবর প্রকাশ হয় ২১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির আগে মুছে ফেলা হয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার অভিনীত ‘অশ্লীল নাচের’ দৃশ্যটি।এরপর সংবাদটি সত্যি নয় বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
তারপর ভারতীয় গণমাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সূত্র জানায়, এই খবরটি পুরোপুরি মিথ্যা। এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। নেটফ্লিক্স উর্বশী রাউতেলার কোনো দৃশ্য ডিলিট করেনি। প্রেক্ষাগৃহে যে ‘ডাকু মহারাজ’ প্রদর্শিত হয়েছে, নেটফ্লিক্সেও সেটাই দেখানো হবে।
ববি কল্লি পরিচালিত ‘ডাকু মহারাজ’-এ নন্দমুরি বালাকৃষ্ণ ও উর্বশীর পাশাপাশি রিশি, চন্দিনী চৌধুরী, প্রকাশ রাজ, শচীন খেদেকর, শাইন টম চ্যাকো ও রবি কিষাণের মতো তারকারা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি গত ১২ জানুয়ারি থিয়েটারে মুক্তি পায় এবং বক্স অফিসে ১০৫ কোটি রুপি আয় করে।
ঠিকানা/এসআর