Thikana News
১৮ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মাতৃভাষা পদক পেলেন রোকেয়া হায়দার

মাতৃভাষা পদক পেলেন রোকেয়া হায়দার ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মার্তৃভাষা পদক ২০২৫-এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা  বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মাতৃভাষা পদক ২০২৫-এ মনোনীত হয়েছেন তিনি। 
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে পদক প্রদান করা হবে। 
১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন রোকেয়া হায়দার। ১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৮১ সালে ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান রোকেয়া হায়দার। ২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। 
আন্তর্জাতিক গণমাধ্যম  প্রতিষ্ঠানের বাংলা বিভাগে রোকেয়া হায়দারই প্রথম নারী। ৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য তিনি আমেরিকার সম্মানজনক অল স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। 
রোকেয়া হায়দারের গ্রামের বাড়ি যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসুত্রে তার জন্ম ও বেড়ে ওঠা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তার মা মেহেরুন্নেসা বকর। রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স করেন। পরে ষাটের দশকে স্বামী হায়দার তকির কর্মসূত্রে চট্টগ্রামে বসবাস করেন।
 

কমেন্ট বক্স