ঢাকায় পুলিশের গুলি, কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার নিউইয়র্কে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও নির্যাতন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ২ ও ৩ আগস্ট নিউইয়র্কে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসব সমাবেশে যোগ দেন।
২ আগস্ট বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায়। তাৎক্ষণিক এ সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ মো. আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুর সাঈদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, এ রায় বাংলাদেশের মানুষ মানে না, মানতে পারে না। কারণ, এটি হচ্ছে ফরমায়েসী রায়। তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার আজ্ঞাবাহ বিচারক দিয়ে এ রায় প্রদান করেছে।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান জসীমউদ্দিন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন এবং সদস্য সচিব ফয়েস চৌধুরী, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, আলহাজ এম শহীদুল ইসলাম সিকদার, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, হুমায়ুন কবীর, আরিফুর রহমান, শাহাদত হোসেন রাজু এবং সাংবাদিক আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য মোতাহার হোসেন, জিয়াউর রহমান, রহিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান এবং মাহবুর রহমান মুকুল, শ্রমিক দলের ভারপাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাইফুল ইসলাম হারুন, মিজানুর রহমান, মহিলা দলের সৈয়দা মাহমুদা শিরিন, জিনাত রেহেনা রিনা, বিএনপি নেতা খন্দকার সাইফুর রহমান, বাচ্চু মিয়া। মিছিলে স্লোগানে নেতৃত্ব দেন ছাত্রদলের সদস্য মীর মিজান।
২ আগস্ট বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।
নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহদাৎ হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু এবং রেজবুল কবির। আরো ছিলেন জামালুর রহমান চোধুরী, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, ফারদিন রনি, মোহাম্মদ হাসান, রেজওয়ান চোধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনা ও তার সরকার বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় সাজা প্রদান করেছে। একইসাথে বাংলাদেশে সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানকেও দণ্ড দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। কিন্তু দেশ ও প্রবাসের কোনো বাংলাদেশিই এ রায় মেনে নেবে না।
এদিকে ৬ আগস্ট রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র জাসাস। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুণ, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আমানত হোসেন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি প্রমুখ। সমাবেশ শেষে একটি র্যালি বের হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ৮ আগস্ট দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখা। সমাবেশের তত্ত্বাবধানে ছিল বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরাম, যুক্তরাষ্ট্র শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং সংগঠনের নেতৃবৃন্দ।