পিপিএল-সিডিপ্যাপের মাধ্যমে হোম কেয়ার সেবাগ্রহীতারা যদি আগামী ২৮ মার্চের মধ্যে তাদের কেস স্থানান্তর করেন, তাহলে কেস স্থানান্তরের ৯০ দিনের মধ্যে পাবেন ১০০ ডলার বোনাস। সেবাগ্রহীতাদের আকৃষ্ট করার জন্যই মূলত এটি করা হয়েছে।
ইতিমধ্যে কিছু কিছু সিডিপ্যাপ গ্রহীতা তাদের কেস সিঙ্গেল এফআইর মাধ্যমে বর্তমান হোম কেয়ার থেকে স্থানান্তর করে পিপিএলের অধীনে নিয়ে গেছেন। পিপিএল নিয়ে যাতে হোম কেয়ারের সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সে জন্য তারা প্রচারণা চালাচ্ছে। পিপিএলের পক্ষ থেকে বলা হচ্ছে, কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের (সিডিপ্যাপ) প্রত্যেককে অবশ্যই ২৮ মার্চের মধ্যে পিপিএলে নিবন্ধন করতে হবে। ২৮ মার্চের মধ্যে যারা স্থানান্তর করবেন, তারা ১০০ ডলারের বোনাস পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থানান্তর করবেন, তারাই কেবল বোনাস পাবেন। তবে এই সময়সীমা পরে পিপিএল বাড়াবে কি না তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রয়োজনে কল করতে হবে (১-৮৩৩-২৪৭-৫৩৪৬), ওয়েবসাইট ভিজিট করতে হবে (পিপিএলফার্স্ট.কম/সিডিপ্যাপ)।
এএইচএস এল্ডারকেয়ার সিডিপ্যাপ লিড ফ্যাসিলেটরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা সিডিপ্যাপ পরিষেবার জন্য পিপিএল সিঙ্গেল এফআইতে নিবন্ধনের প্রক্রিয়া সহজতর করতে নির্বাচিত হয়েছি। সিডিপ্যাপ প্রোগ্রামের ভোক্তা এবং ব্যক্তিগত সহায়ক, প্রোগ্রামের নিয়মাবলিতে কোনো পরিবর্তন হয়নি। এ জন্য কাউকে পিসিএ সার্টিফিকেট নিতে হবে না। সার্টিফিকেট নিয়ে পরিবারের জন্য কাজ করা অবৈধ। আপনাকে যা করতে হবে তা হলো সরকার নির্বাচিত পিপিএল সিঙ্গেল এফআইতে নিবন্ধন। আমরা আপনাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে গাইড করব এবং নিশ্চিত করব যে আপনার সেবা বা বেতন যেন বন্ধ না হয়। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার যোগাযোগের তথ্য দিতে পারেন। বর্তমানে সিডিপ্যাপের অধীনে কিছু হোম কেয়ার তাদের পেশেন্টদের কেস স্থানান্তর শুরু করেছে। বেশির ভাগ হোম কেয়ার এজেন্সি লেক্সা সার্ভিস (Licensed Home Care Services Agency-LHCSA) চালু করেছে। এর মানে হলো সার্টিফিকেট নিয়ে সেবাদাতারা রোগীদের সেবা দিতে পারবেন। এটি তারা চলতি মাস থেকেই শুরু করেছে। এর মধ্যে এলেগ্রা হোম কেয়ার, বাংলা সিডিপ্যাপও রয়েছে। পাশাপাশি তারা পিএইচএ, এইচএইচএ সেবাও দিচ্ছে।