Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি ফজলুর রহমান

শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের মুখোমুখি ফজলুর রহমান ও আবদুল হান্নান মাসউদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে অন্তত ১০ বছর সময় লাগবে। তার আগে গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের জন্য দলটির হাইব্রিড নেতাদের শুধু নয়, শেখ হাসিনাকেও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তবে দেশের মানুষ যদি ক্ষমা করে, তারপর তারা রাজনীতি করতে পারবে।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এসব কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় হয় টকশোটি। যা সরাসরি প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। ফ্যাসিবাদি শাসন, চব্বিশের আন্দোলন, সমন্বয়কদের রাজনীতি- এমন নানা বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাব দেন আলোচকরা।
শেখ হাসিনার বিভাজনের রাজনীতির সমালোচনা করে সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখিয়ে আওয়ামী লীগ ভোট চুরি করেছে। গত ১৫ বছর দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললেও তাকে মুক্তিযুদ্ধ বিরোধী, পাকিস্তানপন্থী বলা হতো। এভাবে জাতিকে বিভক্ত করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাসউদ।
এদিকে জুলাই-আগস্ট আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একসময়ের শীর্ষ ছাত্রনেতা ফজলুর রহমান বলেন, গত ছয় মাসের মধ্যে ছয় মিনিটও মুক্তিযুদ্ধের কথা বলে নাই সমন্বয়করা। তারা সাতচল্লিশের আজাদি, চব্বিশের গণঅভ্যুত্থানের কথা বলছেন। কিন্তু তাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশের জন্ম। তাই মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরেই এদেশে রাজনীতি করতে হবে- তরুণদের এমন পরামর্শ দিলেন বিএনপির এই নেতা।
মুক্তিযুদ্ধকে ধারণ করেই রাজনৈতিক কর্মকাণ্ডে আছেন, এমন দাবি করেন আবদুল হান্নান মাসউদ। তিনি আরো যোগ করেন, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- তাদের সভায় এমন স্লোগান দেওয়া হয়।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর নেতারাও প্রার্থী হয়েছিলেন, সেই কথা স্মরণ করিয়ে দেন মাসউদ বলেন, ৫৪ বছর পর দলীয়ভাবে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ, এভাবে বিভক্তি তৈরি করা যাবে না। তবে কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে ব্যক্তিগতভাবে তাকে শাস্তি দিতে হবে।
স্বাধীনতার পর থেকেই দেশ মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী পরিচালিত হয়নি, এটা স্বীকার করে নিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ‘প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ট্রেন ভুল লাইনে উঠেছিল।’ তবে তার মন্তব্য, ভুলত্রুটি যাইহোক দেশ স্বাধীন হওয়ার কারণেই বাংলাদেশের কেউ সেনাপ্রধান হতে পারছেন, অনেকে দামি গাড়ি চড়তে পারছেন; নইলে পাঞ্জাবিরা এই দেশ লুট করতো, বাঙালিদের শাসন করতো।

কমেন্ট বক্স