Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

নতুন কর্মসূচি দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ছবি সংগৃহীত





 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়ে চার ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে এ ঘোষণা দেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ফোকাল পারসন ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান।

তিনি বলেন, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফার বিষয়ে আপডেট জানতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদ শিক্ষার্থীদের অপমান করে বের করে দেন। এমন আচরণের পর রাস্তা অবরোধ করলেও তিনি ক্ষমা চাইতে আসেননি। আমরা এক ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তিনি আমাদের কাছে ক্ষমা না চান, তাহলে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে তার বাসভবন ঘেরাও করব।

এর আগে সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ-সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ৪ ঘণ্টারও বেশি সময় সড়ক আটকে থাকার পর অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রাজীব গাইন বলেন, ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে রেখেছে। আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে।

পাঁচ দফা দাবি

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা-পদ্ধতি বাতিল করতে হবে। ২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স