কয়েক দিন ধরে ভাবছি চোখ নিয়ে কিছু কথা লেখা দরকার। তাই কিছু সাজানোর চেষ্টা করা হয়েছে মাত্র। চোখ সম্পর্কে কিংবা চোখ নিয়ে বিখ্যাত মনীষীরা অনেক সুন্দর ভাষা ও কথা বা লেখা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন। আমি এখানে চেষ্টা করেছি কিছু কথা বলতে। সবগুলো কথা তো আর সুন্দর হবে না হয়তো। তাই আমি শুধু চেষ্টাটাই দিয়েছি এখানে। কোনোটি রোমান্টিক, আবার কোনোটি বিরহবিধুর, কোনোটি হয়তো আপনাদের কাছে শিক্ষণীয় হয়েও উঠতে পারে।
চোখকে শুদ্ধ রেখে বিশুদ্ধ পৃথিবী দেখুন, আপনার জীবন দীপ্তিময় হয়ে উঠবে! চোখ আমাদের মনের ভেতরের সৌন্দর্যকে অনুভব করে তা প্রতিফলিত করে। সুন্দর চোখ গভীর রহস্য ধারণ করে, যা সমুদ্রের চেয়েও রহস্যময়। জীবন বাঁচায়, জীবন মারে, জীবন হাসায়, জীবন কাঁদায়, জীবন হাল ছেড়ে দেয় এবং চোখ এসবের বহিঃপ্রকাশ ঘটায়। তাই চোখের দর্শনের জন্যই জীবনটা অন্য রকম লাগে। প্রকৃত সৌন্দর্য বাহ্যিক চেহারায় নয়, এটি হৃদয় এবং আত্মার সংমিশ্রণে চোখে প্রতিফলিত হয়।
সুন্দর চোখের দিকে তাকালে প্রায়ই আমরা আমাদের চিন্তাকে হারিয়ে ফেলতে পারি। চোখের ভাষা সর্বজনীন। কান শুনতে ক্লান্ত হয় না এবং চোখ দেখতে ক্লান্ত হয় না। মানুষের চোখ তার কল্পনাশক্তির ধারক। চোখ হলো ঈশ্বরের সেরা সৃষ্টি। চোখের সৌন্দর্য মানুষের শারীরিক গঠনে নয়, বরং দেখার শিল্পের মধ্যে রয়েছে। ছোট ওই দুটি চোখের সমগ্র আকাশ দেখার ক্ষমতা আছে। আপনার ওই সুন্দর চোখ অশ্রুকেও হাসিতে পরিণত করতে পারে।
যেখানে সংযম আছে, সেখানে চোখ প্রায়শই কথা বলে। আমাদের অন্যের চোখে ভালো হওয়ার চেষ্টা না করে আগে নিজের চোখে ভালো হওয়ার চেষ্টা করা উচিত। চোখ হলো আত্মজীবনীর মতো। একনজরে পুরো ইতিহাস বলে দিতে পারে। আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চোখ দিয়ে দেখি। দৃষ্টি একটি হাতিয়ার, যা দিয়ে আমরা আমাদের বাস্তবতা তৈরি করি। চোখ যা দেখে, সে তা কখনোই মুছে ফেলতে পারে না। ভালোবাসায় ভরা চোখ হৃদয়ের গোপন কথা জানায়। সুন্দর চোখ সবচেয়ে মধুর, উজ্জ্বল তারার মতো। চোখ ভবিষ্যৎ দেখে কিন্তু একজন ব্যক্তির অতীতও প্রকাশ করে।
প্রত্যেকের দুটি চোখ রয়েছে, তবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। চোখ না বলা কথাগুলো বলে, যা বোঝার জন্য একজন ভালো পর্যবেক্ষক হতে হবে। আমাদের চোখ একটি সমুদ্র, যেখানে স্বপ্ন প্রতিফলিত হয়। একজন ব্যক্তির হৃদয়ের অনুভূতি তার চোখে দেখা যায়। চোখ যখন হৃদয় থেকে কথা বলে, তখন ভালোবাসা প্রমাণের প্রয়োজন হয় না। আমাদের চোখ আমাদের সম্পর্কে কী বলে? একজন ব্যক্তির চোখ তাদের মেজাজ, অনুভূতি এমনকি আবেগসহ তাদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।
চোখ মনের না-বলা কথা প্রকাশ করতে পারে। আমাদের চোখের রং আমাদের মনকে মোহিত করে তোলে। সৌন্দর্য আসলে শারীরিক অস্তিত্বে নেই বরং সৌন্দর্য অন্তর থেকে অনুভব করা হয়, যা আমাদের চোখে প্রতিফলিত হয়। মানুষের জন্য ঈশ্বরের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার হলো চোখ। মিথ্যা মুখে বলা যতটা সহজ, চোখের আড়াল করা ততটা সহজ নয়। যে চোখে বিনয় লুকিয়ে আছে, সেই চোখ প্রায়শই বিব্রত হয়। আয়না যেমন চোখের রহস্য প্রকাশ করে, তেমনি প্রিয়জনের দেওয়া ক্ষতও প্রকাশ করে।
সুখ এবং দুঃখ, যা আমাদের চোখে একসঙ্গে বিরাজ করে। ভালোবাসা প্রায়শই চোখের মাধ্যমে কথা বলে। চোখ হলো মনুষ্য জাতির এমন এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা প্রত্যেক মানুষকে দৃষ্টি প্রদানের পাশাপাশি মানুষের আবেগ ও অভ্যন্তরীণ সত্ত্বাকে প্রতিফলিত করে। আজকের প্রবন্ধে চোখ নিয়ে কিছু কথা মানুষকে তাদের সঠিক দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা সম্পর্কে অবগত করবে। চোখের আসল সৌন্দর্য তার দৃষ্টিভঙ্গিতে, যা আমাদের ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশের সঙ্গে অবিলম্বে মানিয়ে নিতে সাহায্য করে।
কবির ভাষায়, ‘ঐ চোখে তাকিয়ো না প্রিয়। ঐ চোখ যে আমার হৃদয়কে ঝলসে দেয়। তোমার ঐ চোখেই দেখেছি আমার সর্বনাশ। আমায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তা। চোখের ভাষা বোঝে কজন? যে বোঝে তার মতো আপন আর কেউ হয় না। তোমার ঐ চোখের পরশ আমার সবচাইতে প্রিয়। প্রথম পরশেই মাত করে দিয়েছ আমায়। আঁখির পানে চেয়ে চেয়ে দেখেছিলেম তোমায়। ঐ মুখখানি আর কখনো ভুলবার নয়। চোখের খেলায় ডুবেছিলেম যবে, ভালো তো তখনই ছিলেম প্রিয়। কেন চলে গেলে আমায় ছেড়ে?’ চোখ কখনো মিথ্যে বলে না। কারণ চোখের যে সত্যকে আড়াল করার ক্ষমতা-ই নেই।
সবার চোখ দুটো হলেও সবার দৃষ্টিভঙ্গি এক নয়। চোখের আলো একজন মানুষের চলার সবচেয়ে উৎকৃষ্টতম শক্তি। কারণ, চোখ কখনো ভুল পথে পরিচালিত করে না। বাহ্যিক চোখ কাপড়ে ঢাকলেও অন্তরের চোখ কোনো পর্দা দিয়েই লুকানো যায় না। অন্তরের চোখই সর্বাপেক্ষা উত্তম। যদি আপনি তা আলোড়িত করতে পারেন। চোখকে কখনো খারাপ পথের দিকে ধাবিত করবেন না; এতে আখেরে ক্ষতি আপনারই। চোখের মোহ সবচেয়ে ভয়ংকর। ভুলেও সেদিকে পা বাড়াবেন না।
মুখোশ পরিহিত কালো চোখ চেনা বড় দায়। চিনতে যাবেন না, একটা বড় ধাক্কা খাবেন। চোখকে তার আপন খেয়ালে চলতে দিন। আপন খেয়ালেই একদিন সে নিজের গন্তব্যে পৌঁছে যাবে। এ প্রেম কি আর ভোলা যায়? চোখে চোখেই প্রেম করেছি যে! চোখের ঊর্ধ্বে আর কোনো কিছুই হতে পারে না। কারণ আমাদের সেই চোখে যে আমরা বাস করি। চোখের আলোয় ভুবন ভরাতে হবে যে আমাদের! জানি আপনি পারবেন। ‘চোখের ইশারায় আমায় কাছে টেনে নাও প্রিয়। তোমার অপেক্ষাতেই আছি যে!’
চোখের আলোর ক্ষমতা অপার। সেই ক্ষমতার যথাযোগ্য ব্যবহার সবাই করতে পারে না। সৃষ্টিকর্তা আপনাকে যে চোখ দিয়েছেন, তার অপব্যবহার করিয়েন না। চোখ দিয়েই ধূলিসাৎ করেছ আমায় তুমি। আজ আমি ধুলোর মধ্যে পড়ে বেঁচে থাকা এক কংক্রিট। চোখকে সঠিক কাজে লাগান, তাহলেই দেখতে পাবেন, দিন শেষে আপনার জন্য দুয়ার পানে দাঁড়িয়ে আছে এক বিশাল উপহার। কান্না করে করে চোখ ঝাপসা করে ফেলিয়েন না। চোখের যে অনেক কাজ বাকি! চোখের নেশায় আসক্ত হইয়েন না। তা আপনায় তিলে তিলে মেরে ফেলবে।
আপনি বসে আছেন কেন? আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে এক জোড়া সুন্দর চোখ উপহার পেয়েছেন, তা নিয়ে শুকরিয়া আদায় করুন, গোটা বিশ্বকে অবলোকন করতে বেড়ান। কাজল কালো দুটি চোখে তোমায় বড্ড লাগে ভালো। ওগো কৃষ্ণবর্ণা মেয়ে, চোখে দেবে মোটা করে কাজল আর দেবে একটা লাল টিপ। ব্যস, আর কিছু লাগবে না। এখন তুমি আমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। চোখ নাকি প্রেম শুরুর প্রথম ইঙ্গিত? সত্যিই তাই প্রিয়! আমরা চোখ দিয়েই কথা বলি। আমরা সবাই তা বুঝতে পারি না।
কবিদের ভাষায়, ‘ওগো প্রিয়তমা, চোখের ইশারা কেন বোঝো না? তোমার ঐ চোখভর্তি ঘৃণা আমায় কুরে কুরে খায়Ñক্ষমা করে দাও আমায় ওগো রূপসী। আমার চোখের মৃত্যু ঘটলে জেনো আমি আর ধরাতলে নেই। ঐ কাজল টানা চোখের মায়া ভুলতে পারি না যে! তোমার চোখের সেই মায়াবী চাহনি আমার হৃদয়ে ছড়ায় প্রেমের মায়া। তোমার চোখের গভীরে লুকিয়ে আছে স্বপ্নের রাজ্য, যেখানে আমি হারিয়ে যাই। তোমার চোখের মাধুর্য আমাকে সব সময় নতুন করে ভালোবাসতে শেখায়। তোমার চোখের প্রেমময় দৃষ্টিতে আমি নিজেকে খুঁজে পাই।’
চোখ যে মনের ভাষা, চোখের ভাষায় তুমি বলো ভালোবাসা, সেই ভাষা আমি প্রতিদিন শিখতে চাই। তোমার চোখের নীল আকাশে হারিয়ে যেতে চাই, যেখানে শুধু তুমি আর আমি। চোখের তারায় লেখা আছে আমাদের প্রেমের গল্প, যা চিরকাল অমর। তোমার চোখের এক ফোঁটা জল আমার হৃদয়ে সাগর হয়ে বইবে। চোখের ইশারায় তুমি যা বলো, তা আমার হৃদয়ে গেঁথে থাকে। তোমার চোখের আলোয় আমার পৃথিবী আলোকিত হয়ে ওঠে। তোমার চোখের মায়ায় আমি বন্দী, মুক্তির কথা ভাবিনি কখনো।
চোখ যে কথা বলে, তোমার চোখের সেই মিষ্টি চাহনি, আমাকে প্রতিদিন নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে। চোখের পাতায় বসানো আছে স্বপ্ন, যার প্রতিটা কণায় আমার প্রেম লুকিয়ে আছে। তোমার চোখের সেই গভীর দৃষ্টিতে হারিয়ে যাই বারবার। তোমার চোখের মায়া আমার হৃদয়ের দরজায় কড়া নাড়ে। চোখের সেই চাহনি, যা আমাকে প্রতিদিন ভালোবাসতে বাধ্য করে। তোমার চোখের সেই মিষ্টি হাসি আমার মনকে প্রশান্ত করে। তোমার চোখের তারায় আমি প্রতিদিন নতুন করে প্রেমের স্বপ্ন দেখি। তোমার চোখের মায়ায় আমি সব সময় বন্দী থাকতে চাই। চোখের ভাষাকে তুমি বলো প্রেম, সেই ভাষায় আমি প্রতিদিন সিক্ত হতে চাই। তোমার চোখের সেই মায়াবী আলো আমার হৃদয়ে সব সময় জ্বলে। তোমার চোখের মিষ্টি চাহনি আমার হৃদয়কে প্রতিদিন নতুন করে রাঙায়। চোখের দিকে তাকিয়েই আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই অন্যদিকে তাকাতে হবে। অল্পস্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত। আমাদের সকলের চোখের দৃষ্টিভঙ্গি কিন্তু সব সময় এক নয়। চোখ হলো আত্মার প্রতিচ্ছবি, যা ফুটিয়ে তোলে আপনার আত্মার শক্তি কতটুকু।
চোখ কখনো শব্দের চেয়েও বেশি কিছু বলে ফেলে। আমরা আমাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চাই, তবে এটা ভুলে যাই যে চোখও কথা বলতে পারে। প্রত্যেক মহান ব্যক্তির পেছনে একজন নারী সর্বদাই নজর রেখে চলেছেন। নিজের অন্তরের চোখ খুলুন এবং দেখুন আদৌ আপনি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট কি না! চোখ সেটাই বলে, ঠোঁট যেটা বলতে ভয় পায়। সৌন্দর্য চোখকে মুগ্ধ করে, তবে ব্যক্তিসত্ত্বা সন্তুষ্ট করে হৃদয়কে। চোখের যে ভাষা রয়েছে, তা কখনো পরিবর্তন হয় না, কেননা তা সর্বত্র একই।
অনেক পরিচিত এবং হাস্যকর একটি মতবাদ হলো ছেলেরা চোখ দিয়ে ভালোবাসে আর মেয়েরা কান দিয়ে। চোখ কখনোই চুপ কিংবা স্থির থাকে না। চোখের বদলায় চোখ দাবি করলে একসময় এই পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। আপনার চোখ তাই দেখে, যা আপনার মন দেখতে বলে। তাই তো একই জিনিস একেক জনের কাছে একেক রকম হয়। প্রকৃতি যা অস্বীকার করে, মানুষের চোখ তা প্রকাশ করে দেয়। জীবন আপনার চোখের পলকের চেয়েও দ্রুতগামী। তাই সময় থাকতে সব ঠিক করুন।