Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে স্বাক্ষর করলেন ট্রাম্প 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে স্বাক্ষর করলেন ট্রাম্প  ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়া যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি (সোমবার) তিনি বলেন, সংস্থাটি করোনা মহামারি এবং আরও আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। 

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ।’ দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।

এদিকে ট্রাম্পের এমন আদেশের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও।  

ট্রাম্পের এমন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্য বিষক সংস্থা থেকে বেরিয়ে যেতে ১২ মাস সময় পাবে। এ সময়ে মধ্যে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক বরাদ্দ বন্ধ করতে পারবে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম আর্থিক যোগানদাতা। মোট তহবিলের ১৮ শতাংশ যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। ২০২৪-২৫ সালের জন্য ডব্লিউএইচও’র সাম্প্রতিকতম দুই বছরের বাজেট ছিল ৬.৮ বিলিয়ন ডলার। সূত্র: রয়টার্স ও বিবিসি 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স