ফিলিস্তিনের গাজায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ ১৯ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও হামাস সময়মতো জিম্মিদের তালিকা না দেওয়ায় ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করতে দেরি করে। যদিও এ বিষয়ে হামাস বলেছে, এটি ‘কারিগরি কারণে।’
হামাসের পক্ষ থেকে প্রথম তিনজন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন–৩১ বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার, ২৮ বছর বয়সী ব্রিটিশ-ইসরায়েলি এমিলি দামারি এবং ২৪ বছর বয়সী রোমি গোনেন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যেতে থাকে। হামাস-পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১৩ জন নিহত হয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।
নেতানিয়াহু গত ১৫ মাসে ইসরায়েলের সামরিক অভিযানের সাফল্যের কথাও তুলে ধরেন, যার মধ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
ঠিকানা/এসআর