ফেডারেল খরচ কমানোর রিপাবলিকান এজেন্ডার অংশ হিসেবে ২২ মিলিয়নেরও বেশি পরিবারের খাদ্য বাজেট কমানো হতে পারে।
রিপাবলিকানরা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপের আওতাধীন সুবিধা প্রদানের উপায় পরিবর্তনসহ সরকারি অর্থ বাঁচানোর জন্য সামাজিক কর্মসূচিতে বিভিন্ন ধরনের কাটছাঁট বিবেচনা করছেন।
হাউস রিপাবলিকানরা ‘ব্যয় সংস্কারের বিকল্পগুলো’ দেখছেন। এই সংস্কার স্ন্যাপ সুবিধা গণনা করার পদ্ধতিকে পরিবর্তন করবে এবং এক দশকে ২৪৭ বিলিয়ন ডলার সাশ্রয় করবে, যা প্রায় ২০% হ্রাস পাবে। এটি একটি তালিকার একক বৃহত্তম কাটগুলোর মধ্যে একটি যা সামগ্রিকভাবে ৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি যোগ করে। ডকুমেন্টটি বিলিয়নেয়ার ইলন মাস্ক এবং অতি-ডান আইন প্রণেতাদের কল্পনাকৃত নাটকীয় ব্যয় হ্রাস অর্জন করা রিপাবলিকানদের পক্ষে কতটা কঠিন হবে তার একটি উদাহরণের চেয়ে কম হতে পারে। তবে স্নাপ সুবিধার পরিবর্তনসহ অনেক কাটছাঁট সম্ভবত অজনপ্রিয় প্রমাণিত হবে।
মিনেসোটার ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি অ্যাঞ্জি ক্রেগ ১০ জানুয়ারি শুক্রবার এক বিবৃতিতে এই প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘এর অর্থ শুধুমাত্র ক্ষুধার্ত শিশুদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়া নয়, বরং আমাদের কৃষকদের উৎপাদিত খাবার, প্রস্তুতকারকদের প্যাকেজ, ট্রাকারদের মজুত এবং মুদি দোকানের তাকগুলোতে স্টক রাখার চাহিদাও কমিয়ে দেবে।’
রিপাবলিকানরা দীর্ঘদিন ধরে স্নাপ সুবিধা প্রদানে পরিবর্তন চেয়ে আসছেন। এই কর্মসূচির আওতায় প্রতি মাসে গড়ে ২২ মিলিয়ন পরিবারকে ৩৫০ ডলারের বেশি করে প্রদান করা হয়। সুবিধাগুলো মূলত মুদি দোকানে খাবারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। রিপাবলিকানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, এই প্রোগ্রামটি অলস লোকেদের সমর্থন এবং তাদের চাকরি নিতে নিরুৎসাহিত করে।