Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
নির্ভুল ট্যাক্স ফাইলিং সেবা

জ্যাকসন হাইটসে অফিস খুলেছেন সিপিএ শ্রাবণী 

জ্যাকসন হাইটসে অফিস খুলেছেন সিপিএ শ্রাবণী  সংগৃহীত
বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ এবং সার্টিফাইড পাবলিক অ্যাকাউট্যান্ট (সিপিএ) শ্রাবণী নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অফিস খুলেছেন। চলতি ট্যাক্স মওসুমে নির্ভুল ট্যাক্স ফাইলিংয়ের মাধ্যমে তিনি বাংলাদেশি কমিউনিটির সেবা করতে চান। যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারা বিনামূল্যে এই সেবা নিতে পারবেন। 
গত ১১ জানুয়ারি শনিবার বিকালে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে সিপিএ শ্রাবণী কমিউনিটির মানুষদের ট্যাক্স রিটার্ন সহজতর করতে জ্যাকসন হাইটসে সেবা প্রদানের ঘোষণা দেন। এসময় তিনি সিপিএ শ্রাবণী নামে জ্যাকসন হাইটস শাখা পরিচালনায় কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। এ শাখায় সপ্তাহে ৭ দিন সেবা মিলবে বলেও উল্লেখ করেন তিনি। 
শ্রাবণী বলেন, ট্যাক্স ফাইলিং সবার জন্য বাধ্যতামূলক। তাই ট্যাক্স ফাইলিং মওসুমে কোন অবহেলা না করে যথাসময়ে নিজেদের আয়ের সঠিক হিসাব দিয়ে যথানিয়মে ট্যাক্স ফাইল করা উচিত। পরবর্তীতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য অবশ্যই একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) দ্বারা সঠিক আয়কর প্রদানের পরামর্শ দেন তিনি। 
অনুষ্ঠান পরিচালনা করেন নওশাদ কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাটর্নি খায়রুল বাশার, চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কমিউনিটি এক্সিভিস্ট খান শওকত, তারিকুল হায়দার চৌধুরী প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মিলাদ পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে সূরা ফাতিহা পাঠ করেন সিপিএ শ্রাবণী। 

কমেন্ট বক্স