Thikana News
১২ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শেখ হাসিনা যতদিন ভারতে চান থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা

শেখ হাসিনা যতদিন ভারতে চান থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি
শেখ হাসিনা যতদিন ভারতে চান থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা 

প্রাক্তন কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, বাংলাদেশ থেকে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন প্রয়োজন, ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত।

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বাংলাদেশের দাবির বিষয়ে তিনি বলেন, আমি আশা করি আমরা কখনও অস্বীকার করব না যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যতদিন প্রয়োজন ততদিন তার আতিথেয়তা করা উচিত, এমনকি তা যদি তার জীবনের শেষ দিন পর্যন্তও হয়।

১১ জানুয়ারি (শনিবার) কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে মণি শংকর আইয়ার বলেন, আমি আনন্দিত যে গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফর করে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। 

তিনি উল্লেখ করেন, এই আলোচনাগুলো ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা প্রয়োজন।

কংগ্রেসের এই নেতা আরও বলেন, হিন্দুদের ওপর আক্রমণের খবর সত্য, তবে অতিরঞ্জিত। কারণ, অধিকাংশ সংঘাত রাজনৈতিক মতপার্থক্যের কারণে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট, ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে বসবাস করছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স