Thikana News
১০ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার  

২০২৬ বিশ্বকাপই আমার শেষ

২০২৬ বিশ্বকাপই আমার শেষ সংগৃহীত
ক্যারিয়ারের একটা বড় অংশ মাঠের বাইরে অপেক্ষা করেই পার করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ফুটবল নিয়ে এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ২০২৬ সালের আসরেই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এটাই (২০২৬ বিশ্বকাপ) হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে পাঁচে অবস্থান করছে সেলেসাওরা। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাথে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল। 

তবুও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’
 
সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সময় আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স