নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার কমিউনিটি অপ-এডে লিখেছেন, ২০২৫ একটি ঐতিহাসিক বছর- আমাদের শহরের ৪০০ তম বার্ষিকী। ১৬২৫ সালে ম্যানহাটনে প্রথম ইউরোপীয় বসতি স্থাপনের পর থেকে চারটি শতাব্দী পার করেছে এই শহর। তখন এই ভূখণ্ডটি লেনাপেহকিং নামে পরিচিত ছিল এবং এটি ছিল লেনাপের মানুষের জন্মভূমি। ক্ষুদ্র ডাচ উপনিবেশটি নিউ আমস্টারডাম হিসেবে শুরু হয়েছিল এবং তারপরে ইংরেজরা নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং দ্রুত প্রসারিত হলে নিউইয়র্কে পরিবর্তিত হয়। এক শতাব্দী আগে এর সীমানা ম্যানহাটন দ্বীপের বাইরে ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন দ্বীপ পর্যন্ত বিস্তৃত হয়।
আমাদের শহরের ৪০০ তম বার্ষিকী উদ্যাপন করার জন্য, আমরা আমাদের ‘Founded By NYC’ প্রচারণার সূচনা করতে পেরে গর্বিত, যা আমাদের শহরের ৪০০ তম জন্মদিনকে স্মরণ ও উদ্যাপন এবং অনেক আগে থেকে আসা আদিবাসী সম্প্রদায়কে সম্মান জানানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রচারাভিযানটি নিউইয়র্ক সিটির অবদানগুলোকে তুলে ধরে যা আমাদের জাতিকে গঠন এবং বিশ্বে আমাদের দেশের অবস্থান নিশ্চিত করেছে।
আমাদের ওয়েবসাইট, FoundedByNYC.com, আমাদের শহরের আশ্চর্যজনক ৪০০ বছরের ইতিহাস প্রদর্শন করে এমন ইভেন্ট ও কার্যকলাপকে তুলে ধরে। এছাড়াও আপনি আমাদের নিউজলেটারের জন্য সাইন আপ করতে পারেন, যা আপনাকে পাঁচটি বরোর ইভেন্ট সম্পর্কে আপ টু ডেট রাখবে এবং নিউইয়র্ক সিটির অতীতকে চিত্রিত করে এমন আপনার নিজস্ব বিভিন্ন ইভেন্ট সম্পর্কে তথ্য সাবমিট করতে পারেন যাতে আমরা এটি আমাদের ক্যালেন্ডারে প্রদর্শন করতে পারি।
আমরা যখন এই বড় শহরকে অফার করার জন্য উন্মুখ হয়ে থাকি ও উদ্যাপন করি, তখন আমাদের প্রশাসন শহরের জটিল অতীতকে স্বীকার করতে এবং জড়িত করার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই আমরা গ্রেসি ম্যানশনে ডেলাওয়্যার ট্রাইব অফ ইন্ডিয়ানদের চিফ ব্র্যাড কিলসক্রোর সাথে দেখা করেছি এবং ২০ নভেম্বরকে ‘লেনাপ হেরিটেজ ডে’ হিসেবে ঘোষণা করেছি। লেনাপ জনগণ এই অঞ্চলের আদি বাসিন্দা। এই সিটির জন্য তারা যে কষ্ট পেয়েছে এবং এরপরও এই শহরের জন্য যে মহান অবদান রেখেছে ও রেখে চলেছে আমরা তা স্বীকার করি।
লেনাপের মতো, আমাদের শহরের গল্পটি শেষ পর্যন্ত অধ্যবসায় ও বিজয়ের হয়েছে। একসাথে বহু জাতীয়তা, ধর্ম ও জাতিসত্তা শহরের প্রথম দিক থেকে একটি বৈশিষ্ট্য ছিল। তারা একটি পূর্ণাঙ্গ শহর তৈরি করতে কাজ করেছে যা এর অংশগুলোর যোগফলের চেয়েও বড়। চার শতাব্দী ধরে নিউইয়র্ক শহর সারা বিশ্বের মানুষের জন্য আশার আলো, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার জায়গা, আমেরিকান স্বপ্ন পূরণের জায়গা; এবং আমাদের প্রশাসন আজ নিউইয়র্কবাসীদের জন্য সেই স্বপ্নকে আরও কাছাকাছি আনার কঠোর পরিশ্রম করছে।
আমরা ঐতিহাসিক ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপারচুনিটি’ প্ল্যান পাস করেছি। এই পরিকল্পনা অনুযায়ী একটি নতুন প্রজন্মের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি করতে সাহায্য করবে; কিছু কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীর জন্য শহরের আয়কর দূর করতে ও কমানোর জন্য ‘শ্রমিক শ্রেণির জন্য এক্স দ্য টেক্স’ প্রস্তাব করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত, রাস্তায় ঘোস্ট কার ও অন্যান্য অবৈধ যানবাহন কমানো এবং লাইসেন্সবিহীন গাঁজার দোকান বন্ধ করে বছর ধরে অপরাধ দমন করা হচ্ছে। এছাড়াও আমরা রেকর্ড সংখ্যক নতুন চাকরি এবং ছোট ব্যবসা তৈরি করেছি, সাশ্রয়ী মূল্যের আবাসনের রেকর্ড ভেঙে দিয়েছি এবং পাঁচটি বরোজুড়ে পথচারীদের জন্য রেকর্ড পরিমাণ পাবলিক স্পেস তৈরি করেছি। আমরা যখন ৪০০ তম বার্ষিকী উদ্যাপন করছি, তখন আমরা শহরব্যাপী কম্পোস্টিং চালু, নতুন পার্ক তৈরি ও গাছ লাগানোর মাধ্যমে পরবর্তী ৪০০ বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এছাড়া ইস্ট সাইড কোস্টাল রেজিলিয়েন্সি প্রকল্পের প্রথম বিভাগটি সম্পূর্ণ করার মাধ্যমে জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিচ্ছি।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহানগরের মেয়র হিসেবে আমি নিউইয়র্ক ও আপনাদেও জন্য মহান প্রতিশ্রুতি পূরণ করতে দৃঢ়প্রতজ্ঞ। প্রতিদিন। সর্বত্র।