Thikana News
০৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

এবার খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শেয়ার দিলেন অরুণা বিশ্বাস

এবার খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শেয়ার দিলেন অরুণা বিশ্বাস ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্যকারী অরুণা বিশ্বাস এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের দীর্ঘদিন পর সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন ‘মা,আর সন্তান এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্ত।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শও দিয়েছিলেন এ অভিনেত্রী। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার এ দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। শেখ হাসিনার সরকার পতনের পর কানাডা চলে যান এ অভিনেত্রী।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান পুত্র তারেক রহমান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স