Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট ছবি সংগৃহীত



 
চলতি বছর একাদশ শ্রেণির ভর্তি আবেদন নেওয়া হবে তিন ধাপে। অনলাইনে আবেদনের ভিত্তিতে ফল প্রকাশের পর ভর্তি শেষে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

৬ আগস্ট রোববার একাদশ শ্রেণি ভর্তির নীতিমালা-২০২৩ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়, এবার একাদশ শ্রেণিতে প্রথম ধাপে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ১০ আগস্ট। শেষ হবে ২০ আগস্ট। ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় ধাপের আবেদন চলবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন চলবে ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ২৩ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে আবেদনে। 

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স