Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মা হারালেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি

মা হারালেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি ছবি সংগৃহীত
নতুন বছরের শুরুতেই বেদনাসিক্ত খবর শেয়ার করলেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি। তার জীবনে নেমে এল শোকের ছায়া। মা হারিয়েছেন এই গায়িকা।

শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে অবন্তী লিখেন, ‘এতিম (অনাথ) হয়ে গেলাম, আমার মা।’

এর আগে গত ১ জানুয়ারি তিনি নতুন বছরের কাছে অনুরোধ করেছিলেন, এই বছরটা যেন তার ভালো যায়। কিন্তু সেটা হলো না। বছরের শুরুতেই জীবনে বড় ধাক্কা পেলেন।

অবন্তীর মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সে বিষয়ে গায়িকা নিজেই আপডেট দিয়ে লিখেছিলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যা এবং সম্প্রতি কিডনিজনিত শারীরিক জটিলতায় জর্জরিত। শরীর এবং মনের সাথে সারাক্ষণ যুদ্ধ করেন। মা শুধু মনের জোরে বাঁচেন। গতকাল লাইফ সাপোর্ট থেকেও মনের জোরেই হয়তো বেঁচে ফিরেছেন। এখনো আইসিইউর বেডে শুয়ে মনের জোরে তাকিয়ে হেসে কথা বলছেন।’

২০১৮ সালে সারেগামাপার প্রতিযোগী ছিলেন অবন্তী সিঁথি। শিষপ্রিয়া হিসেবে দারুণ জনপ্রিয় হন অল্প দিনেই। বাজাতে পারতেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মিউজিক বানাতেন বিভিন্ন শব্দ দিয়ে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স