Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

অ্যামাজন ও ইউএসপিএস’র  নামে স্ক্যামে অতিষ্ঠ প্রবাসীরা

অ্যামাজন ও ইউএসপিএস’র  নামে স্ক্যামে অতিষ্ঠ প্রবাসীরা ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ই-কমার্স জায়ান্ট কোম্পানি অ্যামাজন এবং যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) নামে স্ক্যামে অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রবাসীরা। এই দুটি কোম্পানির নামে ইমেইল ও শর্ট মেসেজ সার্ভিসের (এসএমএস) মাধ্যমে নানাভাবে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড হ্যাকড করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। 
শুধু প্রবাসী বাংলাদেশি নয়, সব শ্রেণিপেশার  মানুষ স্ক্যামের শিকার হচ্ছেন। একের পর এক অভিযোগ পাওয়ার পর ইউএসপিএস ও অ্যামাজন ক্ষতিগ্রস্তদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। 
ভূক্তভোগী প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক এ প্রতিবেদককে জানান, গত সপ্তাহে তিনি অ্যামাজনে একটি অর্ডার করেছিলেন। তিনদিন পর ডেলিভারির তারিখ ছিল। কিন্তু পরদিন আমাজন থেকে একটি ইমেইল পান, তার অর্ডারটি অসম্পূর্ণ রয়ে গেছে। ইমেইলে একটি লিংক দেওয়া হয়, যেখানে পেমেন্ট আপডেট করার জন্য বলা হয়। কিন্তু ইমেইলটি ছিল স্ক্যামারদের ফাঁদ। না বুঝে তিনি ওই ফাঁদে পা দিয়ে ক্রেডিট কার্ড থেকে ৩৪৯ ডলার খুঁইয়েছেন। ক্রেডিট কার্ড কোম্পানিকে আপত্তি জানিয়েছেন। কিন্তু এখনো অর্থ ফেরত পাননি।  
ওমর ফারুক আরো জানান, ইমেইল দেখে বোঝার উপায় নেই এটি ক্লোন করা। অ্যামাজনের লোগো রয়েছে সেখানে। অ্যামাজনে অর্ডার করেছেন এমন তথ্য স্ক্যামাররা কীভাবে জানলো এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার মতে- অ্যামাজনে কোনো একটি চক্র আছে, যারা এসব তথ্য স্ক্যামারদের সরবরাহ করছে। 
অ্যামাজন ও ই-বেসহ বেশকিছু ইকমার্সের পণ্য ডেলিভারি করছে ইউএস পোস্টাল সার্ভিস। ফলে ইউএসপিএস থেকে মোবাইলের মেসেজ ব্যবহার করেও স্ক্যাম হচ্ছে। 
প্রবাসী বাংলাদেশি মইনুল ইসলাম জানান, তিনিও অনলাইনে জুতা অর্ডার করেছিলেন। পরদিনই ইউএসপিএস থেকে একটি মেসেজ পান। ওই মেসেজে তার অর্ডারে সমস্যা হয়েছে বলে জানানো হয়। এই সমস্যা সমাধানে মেসেজের নিচে একটি লিংক দেওয়া হয়। ওই লিংকে নতুন করে পেমেন্ট ইনফরমেশন চাওয়া হয়। তিনি ইউএসপিএস মনে করে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার ৩ মিনিটের মধ্যে প্রথমে ১৩৭ ডলার এবং পরে ৮৫ ডলার নাই হয়ে যায়। পরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তারা ৮৫ ডলারের পেমেন্টটি ফেরত দিয়েছেন। ১৩৭ ডলার ফেরত পাবেন কীনা তার নিশ্চয়তা দেয়নি ব্যাংক। 
মইনুল ইসলাম জানান, পরে ভালোভাবে খেয়াল করে দেখতে পান যে মেসেজটি এসেছে ইউএসপিএস থেকে নয়, ইউএসআইপিএস নামক একটি লিংক থেকে। প্রকৃতপক্ষে এটি দেখতে একইরকম হলেও ভিন্ন একটি লিংক।  আর এভাবেই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।  
এদিকে ইউএসপিএস এক সতর্কবার্তায় বলেছে, ইউএস পোস্টাল সার্ভিস কখনোই পেমেন্টে বা রিপেমেন্ট সম্পর্কিত তথ্য চায় না। তাই এ ধরনের মেসেজ পেলে তা অগ্রাহ্য করার অনুরোধ জানিয়েছে তারা। 
 

কমেন্ট বক্স