নতুন নো-ভিসা (এনভিআর) ফরম চালু করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। এটি পূরণ করা আগের চেয়ে সহজ এবং কম্পিউটারে পূরণযোগ্য। দীর্ঘদিন ধরে চলা এনভিআর ফরমটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান কপি ছিল। ফলে চাইলেই তা কম্পিউটারে পূরণ করা যেত না। এ বিষয়ে একজন সেবাপ্রার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিউইয়র্ক কনস্যুলেট যত দ্রুত সম্ভব ফরম পরিবর্তনসহ আপগ্রেডের প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির এক মাসের মধ্যে কনস্যুলেটের ওয়েবসাইটে নতুন এনভিআর ফরম সংযোজন করা হয়। 
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের একজন উর্ধ্বতন কর্মকর্তা ঠিকানাকে জানান, নতুন এনভিআর ফরমটি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে ব্যবহৃত ফরমের আদলে করা হয়েছে। নতুন এই ফরমে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি একটি নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে। এখানে উল্লেখ্য, সম্প্রতি নো-ভিসা ফি বাড়ানো হয়েছে। বর্তমানে এই ফি ৮০ ডলারে উন্নীত করা হয়েছে, যা নতুন ফরমে উল্লেখ করা হয়েছে। 
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সেবা সহজলভ্য ও উন্নত করতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে সদ্য স্থানান্তরিত বড় পরিসরে নতুন অফিসের কার্যক্রম শুরু এবং সেবার মান বাড়লেও বসার স্থানটি অতিথিবান্ধব নয় বলে অভিযোগ করছেন  অনেকে। অপেক্ষমান স্থানে বিক্ষিপ্তভাবে বসার ব্যবস্থা, বিশেষ করে প্ল্যাস্টিকের চেয়ারগুলো দেখতে বেমানান বলে মন্তব্য করেন তারা। 
তাদের মতে, নিউইয়র্ক বিশ্বের রাজধানী। সেই অর্থে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছে ধরে নেওয়া যায়। কিন্তু অপেক্ষমান স্থানটি দেখে কনস্যুলার সেবা নিতে আসা ভিনদেশিদের কাছে বাংলাদেশের ইমেজ প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়টির প্রতি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। কারণ নিউইয়র্কে অন্য কোনো কনস্যুলেটের রিসেপশন বা অপেক্ষমান স্থানটি বাংলাদেশ কনস্যুলেটের মত দুরাবস্থায় নেই। 
 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা রিপোর্ট
 ঠিকানা রিপোর্ট  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
