Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নারী বিশ্বকাপ ফুটবল

সুইডেনের কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিদায়

সুইডেনের কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিদায় জয়ের পর সুইডেনের মেয়েদের উল্লাস। ছবি সংগৃহীত
নির্ধারিত সময়ে লড়াই হয়েছে সমানে সমান। তবে কোনো দলই পায়নি গোলের দেখা। নারী বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র লড়াই করছিল। কিন্তু সুইডেনের প্রাচীর ভেদ করে গোলের দেখা পাচ্ছিল না। অতিরিক্ত সময়েও যখন কোনো ফল এল না, তখন খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে অবিশ্বাস্যভাবে আমেরিকানদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডিশরা। বিদায় করে মার্কিনদের।

সুপার সিক্সটিনের দ্বৈরথে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কেউই। টাইব্রেকে শুরুতে এগিয়ে গেলেও শেষের স্নায়ুচাপ আর ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্রের নারীরা। তাতেই বিদায় নিশ্চিত হলো বর্তমান চ্যাম্পিয়নদের। আর নাটকীয় জয়ের সুবাদে অঘটনের এই বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে শেষ আটে পা রাখছে সুইডেন।

টাইব্রেকারে খেলা মানে স্নায়ুর যুদ্ধ। শেষ পর্যন্ত যে এখানে চাপ সামলাবে সেই জিতবে। তবে কখনো কখনো ভাগ্যের সহায়তাও পেতে হয়। আর সেটাই পেয়েছে সুইডেন। টাইব্রেকারের শেষ শটটাতেই ভাগ্যদেবী তাদের পক্ষ নেন।

সুইডেনের শেষ শটটি নিয়েছিলেন বেনিসন। তার সেই শট ঠেকিয়েও দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অ্যালিসা নেহার। কিন্তু সেটা তার হাতে লেগে উপরে উঠে যায়, সেটাও ঠেকিয়ে দেন নেহার। কিন্তু ভিএআর চেকে দেখা যায়, গোল লাইন অতিক্রম করে ফেলেছে। আর তাতেই উল্লাসে মেতে ওঠে সুইডিশরা। হতাশায় লুটিয়ে পড়েন মার্কিন ফুটবলাররা।

অথচ টাইব্রেকারের শুরুতে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রই। প্রথম তিন শটেই তারা গোলের দেখা পায়। অন্যদিকে সুইডিশরা প্রথম দুটিতে গোল পেলেও তৃতীয়টি মিস করে। যুক্তরাষ্ট্র তাদের চতুর্থ শট মিস করার পর সুইডেনও ফের মিস করে। এরপর চতুর্থ শট থেকেও গোল পায়নি আমেরিকা। তবে সেই শটে গোলে ফেরে সুইডিশরা। ৫ শটে দুই দলই ৪-৪ গোলে শেষ করে।

তারপর আসে সাডেন ডেথ। এই পর্বের প্রথমটিও মিস করে যুক্তরাষ্ট্র। সুইডেনের শটটি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক নেহার প্রায় ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যদেবী এদিন মার্কিনদের পক্ষ নেননি। তাই গোললাইন অতিক্রমের পর ঠেকিয়েছেন তিনি। ফলে ম্যাচ জয় নিশ্চিত হয় সুইডিশদের।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সুইডিশরা। আগামী ১১ আগস্ট তারা জাপানের মুখোমুখি হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স