পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। আজ ২৯ ডিসেম্বর (রবিবার) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, ১৮১ জন আরোহী নিয়ে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, একজন ক্রু এবং একজন যাত্রীকে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান এমবিসি’র একটি ভিডিওতে দেখা যায়, জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮-এএস মডেলের উড়োজাহাজটি যখন রানওয়েতে নেমে আসে তখন এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। এর পরপরই উড়োজাহাজের পুরো কাঠামোটিতে আগুন ধরে যায়।
কর্মকর্তারা সন্দেহ করছেন পাখির সঙ্গে সংঘর্ষের কারণে অবতরণ গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সঠিক কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
এদিকে, লি হিউন জি নামে জরুরি বিভাগের একজন কর্মী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, উদ্ধারকর্মীরা এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ার মুয়ান কাউন্টিতে অবস্থিত। রাজধানী সিউল থেকে ২৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
